কলকাতা: প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। রোদের দাপটের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উল্টে আগামী কয়েকদিন গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস।
কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, তবে তা অনুভব হবে প্রায় ৪৬ ডিগ্রির মতো। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ, যা অস্বস্তিকে আরও বাড়াচ্ছে।
তাপপ্রবাহের সতর্কতা পাঁচ জেলায়
হাওয়া অফিসের মতে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জন্য ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে জারি হয়েছে গরমজনিত হলুদ সতর্কতা। আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। কিছু এলাকায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে, তবে তাতে বিশেষ স্বস্তি মিলবে না।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা extreme heatwave alert west bengal
একদিকে দক্ষিণবঙ্গ যখন জ্বলছে, অন্যদিকে উত্তরবঙ্গ কিছুটা স্বস্তির মুখ দেখছে। সপ্তাহের শেষ পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন
চিকিৎসকরা জানাচ্ছেন, এই সময়ে দীর্ঘক্ষণ রোদে না বেরোনো, শরীরে পর্যাপ্ত জল ও তরল পদার্থ রাখা এবং হালকা সুতির পোশাক পরার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
West Bengal: West Bengal is reeling under an intense heatwave with no rain forecast in sight. Kolkata’s temperature soars to 38°C, feeling like 46°C. Humidity adds discomfort. IMD issues heatwave warnings in 5 South Bengal districts.