দিঘায় ঢেউসাগর প্রকল্পে বেআইনি নির্মাণের অভিযোগ তদন্তে কমিটি গঠন আদালতের

বেআইনি নির্মাণের অভিযোগ উঠল দিঘায় ঢেউসাগর প্রকল্পে (Digha Dheusgar Prakalpa)। অভিযোগ উঠেছে ঝাউবন ধ্বংসেরও। এবার সেই অভিযোগগুলি সম্পর্কে সত্যতা যাচায় করতে কমিটি গঠন করল পরিবেশ…

দিঘায় ঢেউসাগর প্রকল্পে বেআইনি নির্মাণের অভিযোগ তদন্তে কমিটি গঠন আদালতের

বেআইনি নির্মাণের অভিযোগ উঠল দিঘায় ঢেউসাগর প্রকল্পে (Digha Dheusgar Prakalpa)। অভিযোগ উঠেছে ঝাউবন ধ্বংসেরও। এবার সেই অভিযোগগুলি সম্পর্কে সত্যতা যাচায় করতে কমিটি গঠন করল পরিবেশ আদালত। আদালত এক মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৯ অগাস্ট।

চলতি বছরের এপ্রিল মাসে দিঘা সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সেই সময় মখুমন্ত্রী ঢেউ সাগর প্রকল্পের ঘোষণা করেন এবং এরপর থেকেই দ্রুতগতিতে কাজ শুরু হয়।দিঘায় ঢেউসাগর প্রকল্পে বেআইনি নির্মাণের অভিযোগ তদন্তে কমিটি গঠন আদালতের

   

এরপর পরিবেশবিদ সুভাষ দত্ত ঢেউ সাগর প্রকল্পের ন’টি নির্মাণ নিয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। কিন্তু রাজ্যের কোস্টাল ম্যানেজমেন্ট অথরিটি (Coastal Management Authority) এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসক (Purba Medinipur District Magistrate) নির্মাণগুলি বৈধ বলেই দাবি করেছেন। তবে পরিবেশ আদালত মত দিয়েছে যে বাস্তবে নির্মাণগুলির ছবি অন্য কথা বলছে। তাই ফলস্বরূপ ওই জেলাশাসকসহ তিন বিশেষজ্ঞকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

কোস্টাল রেগুলেটারি জোন আইনের অধীনে রয়েছে সমুদ্র, নদী ইত্যাদির পাড় সংরক্ষণ। সেই আইন অনুযায়ী জোয়ারের সময় জল পাড়ে যতদূর ওঠে, সেখান থেকে ৫০০ মিটারের মধ্যে কোন নির্মাণ করা যায় না। এই ক্ষেত্রে ওই আইন ভঙ্গের অভিযোগ উঠেছে।