উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের আগেই রিভিউ করা হবে সেরাদের খাতা

গতবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির কারণে মেধাতালিকায় স্থান পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যা এক লাফে ৫৮ থেকে বেড়ে ৭৩ হয়ে গিয়েছিল। এই ঘটনায়…

hs-exam-2025-student-stomach-pain-hospital-bed

গতবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির কারণে মেধাতালিকায় স্থান পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যা এক লাফে ৫৮ থেকে বেড়ে ৭৩ হয়ে গিয়েছিল। এই ঘটনায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কর্তৃপক্ষ অস্বস্তিতে পড়েছিল। যাতে এমন ঘটনা আবার না ঘটে, সেজন্য এবার এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে সংসদ কর্তৃপক্ষ।

গতবারের পরিস্থিতি মাথায় রেখে, এবার সেরাদের সেরাদের (প্রথম ১০ জন) পরীক্ষার খাতা বা উত্তরপত্র ফলপ্রকাশের আগেই পুনর্মূল্যায়ন করা হবে। অর্থাৎ, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই প্রথম ১০ জনের মধ্যে থাকা পরীক্ষার্থীদের খাতা এবং কিছু সংখ্যক সামান্য কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হবে। এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত বলে দাবি করছে সংশ্লিষ্ট মহল, এবং যদি এটি সঠিকভাবে কার্যকর করা যায়, তবে মেধাতালিকা প্রকাশে ত্রুটির সম্ভাবনা অনেকটা কমবে। এর ফলে, পরীক্ষার্থী যদি পরবর্তীতে রিভিউয়ের জন্য আবেদন করে, তবে নম্বর পরিবর্তনের ঘটনা কমে যাবে বলে আশা করা হচ্ছে।

   

এছাড়া, পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে গাফিলতির অভিযোগও অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সংসদ সূত্রে জানানো হয়েছে, ফল প্রকাশের আগে মেধাতালিকার প্রথম ২০ জনের মধ্যে যারা থাকবে, তাদের খাতা পুনর্মূল্যায়নের আওতায় আসবে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “মেধাতালিকায় প্রথম ১০ জনের বাইরেও পরবর্তী ৫ বা ১০ এর মধ্যে থাকা পরীক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হবে।” গত বছর (উচ্চমাধ্যমিক ২০২৪) পরীক্ষার ফল প্রকাশের পর রিভিউয়ের মাধ্যমে মেধাতালিকায় সেরাদের সেরাদের সংখ্যা বেড়ে ৭৩ হয়েছিল। এতে কিছু পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরও অনেকটাই বদলে যায়। উদাহরণস্বরূপ, এক পরীক্ষার্থীর ২৫ নম্বর ছিল, যা পরে ৫২ হয়ে যায়। এমন অস্বস্তিকর পরিস্থিতি যাতে আর না হয়, সে জন্য এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisements

এছাড়া, পরীক্ষকদের এবং প্রধান পরীক্ষকদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা আরও সচেতন হয়ে খাতা মূল্যায়ন করেন। এই পদক্ষেপের মাধ্যমে মেধাতালিকার সঠিকতা নিশ্চিত করতে এবং পরীক্ষা সংক্রান্ত ত্রুটি কমানোর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই পদক্ষেপটি শিক্ষাব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আনার লক্ষ্যে নেওয়া হয়েছে, যা আগামীতে পরীক্ষার ফলাফল ঘোষণায় আর কোনো বিভ্রান্তি বা অসুবিধা সৃষ্টি করবে না।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News