HomeBharatPoliticsঅনুব্রতর পর জামিন পেলেন এনামুল হক

অনুব্রতর পর জামিন পেলেন এনামুল হক

- Advertisement -

গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মন্ডল৷ কয়েকদিন আগেই তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম৷ কেষ্টর পর জামিন পেলে এনামুল হক (anamul haque )৷ সিবিআই মামলার পর ইডির মামলাতেও সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন তিনি৷

২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে তাঁর বাড়ি থেকে নগদ ৪৫ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। সেসব সম্পত্তির ঠিকমতো হিসেব দিতে না পারায় গ্রেপ্তার হন এনামুল শেষে গত জানুয়ারিতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, বিএসএফ কমান্ডারকে ঘুষ দিয়ে সীমান্তে গরু পাচার চালানোর অভিযোগ ওঠে এনামুলের বিরুদ্ধে। প্রায় আড়াই বছর পরে ইডি এই মামলায় জামিন পেলেন তিনি।

   

বিশেষ করে এনামুল গরু পাচার মামলার অন্যতম মূল অভিযুক্ত। ইডি গরু পাচারের তদন্তে চার্জশিট দায়েরের পরে আরও তিনটি অতিরিক্ত চার্জশিট পেশ করে। এতে নাম ছিল এনামুল, বিনয় ও বিকাশ মিশ্র, বিএসএফ অফিসার সতীশ কুমার৷ এছাড়াও বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল ও তাঁর সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছেণ৷

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular