অনুব্রতর পর জামিন পেলেন এনামুল হক

গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মন্ডল৷ কয়েকদিন আগেই তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম৷ কেষ্টর পর জামিন…

jsjsn অনুব্রতর পর জামিন পেলেন এনামুল হক

গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মন্ডল৷ কয়েকদিন আগেই তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম৷ কেষ্টর পর জামিন পেলে এনামুল হক (anamul haque )৷ সিবিআই মামলার পর ইডির মামলাতেও সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন তিনি৷

২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে তাঁর বাড়ি থেকে নগদ ৪৫ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। সেসব সম্পত্তির ঠিকমতো হিসেব দিতে না পারায় গ্রেপ্তার হন এনামুল শেষে গত জানুয়ারিতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, বিএসএফ কমান্ডারকে ঘুষ দিয়ে সীমান্তে গরু পাচার চালানোর অভিযোগ ওঠে এনামুলের বিরুদ্ধে। প্রায় আড়াই বছর পরে ইডি এই মামলায় জামিন পেলেন তিনি।

   

বিশেষ করে এনামুল গরু পাচার মামলার অন্যতম মূল অভিযুক্ত। ইডি গরু পাচারের তদন্তে চার্জশিট দায়েরের পরে আরও তিনটি অতিরিক্ত চার্জশিট পেশ করে। এতে নাম ছিল এনামুল, বিনয় ও বিকাশ মিশ্র, বিএসএফ অফিসার সতীশ কুমার৷ এছাড়াও বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল ও তাঁর সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছেণ৷