Alipurduar: বিদ্যুতের শক দিয়ে ফালাকাটায় ‘খুন’ হাতি

শনিবার ভোররাতে আলিপুরদুয়ার ফালাকাটার দেওগাঁওয়ে বিদ্যুতের শক দিয়ে খুন করা হয় একটি মাকনা হাতিকে। রবিবার ময়না তদন্তের পর এ কথা নিশ্চিত করে জলদাপাড়ার সহকারি বন্যপ্রাণ…

শনিবার ভোররাতে আলিপুরদুয়ার ফালাকাটার দেওগাঁওয়ে বিদ্যুতের শক দিয়ে খুন করা হয় একটি মাকনা হাতিকে। রবিবার ময়না তদন্তের পর এ কথা নিশ্চিত করে জলদাপাড়ার সহকারি বন্যপ্রাণ সংরক্ষক নভোজিৎ দে।

Advertisements

একটি জলজ্যান্ত হাতি খুনের বিষয় তিনি জানিয়েছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে চার থেকে পাঁচজনকে। শনিবার ফালাকাটা পূর্ব দেওগাঁওয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

Advertisements

তদন্তে নেমে ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার উদ্ধার করেছে বন কর্মীরা। বনের সীমানা বরাবর একটি খুঁটিও নজরে এসেছে। এতেই বিদ্যুতের সংস্পর্শে হাতিটির মৃত্যু হয়েছে বলে সন্দেহ হয়। প্রাথমিক তদন্তের পর এই সন্দেহ আরো দৃঢ় হয়।

হাতির হানা রুখতে বৈদ্যুতিক তারের ব্যবহারে নিষেধাজ্ঞা জানিয়ে উত্তরবঙ্গের অ্যান্টি ইরেক্টিকিউশন সেলগুলির অভিযান। এমনকি হাতির মৃত্যুর পর দোষীদের সাজা ঘোষণার পরেও কারেন্টের তারের বেড়া ব্যবহার কমছে না।

কয়েক বছরে উত্তরবঙ্গের বনাঞ্চল সংলগ্ন এলাকায় এমন কয়েকটি ঘটনা সামনে আশায় উদ্বিগ্ন পরিবেশ ও বন কর্মীরা। এইভাবে চলতে থাকলে দিনের পর দিন হাতির সংখ্যা কমবে। যার ফলে নষ্ট হবে পরিবেশের ভারসাম্য।