Alipurduyar: এক রাতেই ৩০ কৃষককে সর্বস্বান্ত গজরাজ দলের

আলিপুরদুয়ার: এক রাতেই ৩০ জন কৃষককে সর্বস্বান্ত করল গজরাজ দল৷ ৫০ বিঘা জমির আলু খেত তছনছ করল একপাল হাতি৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েক…

elephant

আলিপুরদুয়ার: এক রাতেই ৩০ জন কৃষককে সর্বস্বান্ত করল গজরাজ দল৷ ৫০ বিঘা জমির আলু খেত তছনছ করল একপাল হাতি৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কয়েক বিঘা জমির বিনস, মটরশুঁটিও৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের নাগরাকাটার আংরাভাসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব খয়েরকাটায়৷

কার্যত সর্বস্বান্ত হওয়ার যোগাড় অন্তত ৩০ জন চাষির৷ দুলাল রায় নামে এক কৃষক হতাশাগ্রস্ত হয়ে ঘটনার দিন রাতেই হৃদরোগে আক্রান্ত হন বলে দাবি স্থানীয়দের৷ স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন লোকালয়ে হাতি ঢুকছে৷ কিন্তু বনদফতরের কোনো সক্রিয় ভূমিকা নেই৷ কিছুই করে না এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা৷

অন্যদিকে, ঘটনার পর বেশ কিছু কৃষক বন দফতরের নাথুয়া রেঞ্জে গিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করে আসেন৷ যদিও রেঞ্জার চন্দন ভট্টাচার্য জানান, আবেদন করলে নিয়ম মোতাবেক চাষিরা ক্ষতিপূরণ পাবেন৷ স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, পাশের জঙ্গল থেকে ৮-১০ টি হাতির একটি দল আলু চাষের জমিতে ঢোকে৷ কেউ পাহাড়ায় না থাকায় নির্বিচারে বিঘার পর বিঘা জমির আলু ও সেই সঙ্গে সবজি খেত লন্ডভন্ড করে দেয় গজরাজের দলটি৷