Elephant Death: ফের গুলিতে মৃত্যু হাতির, কেটে নিয়েছে লেজ

নকশালবাড়ি: ফের হাতি মৃত্যু নেপাল সীমান্তে৷ গুলি করে মারা হয়েছে হাতিটিকে৷ তারপর মৃত হাতিটির লেজ কেটে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ এই নিয়ে…

নকশালবাড়ি: ফের হাতি মৃত্যু নেপাল সীমান্তে৷ গুলি করে মারা হয়েছে হাতিটিকে৷ তারপর মৃত হাতিটির লেজ কেটে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ এই নিয়ে গত দুমাসে মোট চারটি হাতি মারা গিয়েছে৷ একের পর এক হাতি মৃত্যুতে চিন্তিত পরিবেশপ্রেমীরা সহ বনবিভাগ দফতর৷

সূত্রের খবর, বেশিরভাগ হাতির মৃত্যুর কারণ বৈদ্যুতিক ফেন্সিং, চোরাশিকারির বন্দুকের গুলি৷ নেপালের মোরাং জেলার মুনালঝোরা এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতিকে গুলি করে মারা হয়েছে৷ মারার পর হাতিটির লেজ কেটে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ স্থানীয়রা হাতিটিকে মৃত অবস্থায় দেখে বন বিভাগকে খবর দেয়৷

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, হাতিটিকে নেপালের মোরাং জেলার মুনালঝোরা এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে৷ হাতিটির ঘাড়ে এবং পায়ে গুলি করা হয়েছে৷ এর আগে ১৪ ডিসেম্বর নেপালের ঝাপা জেলার জলথল এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতিকে বৈদ্যুতিক ফেন্সিংয়ে আটকে মারা যায় বলে জানা গিয়েছে৷

শীতের শুরুতেই এই হাতিগুলি খাবারের খোঁজে পানিঘাটা কলাবাড়ি বনাঞ্চল থেকে মেচি নদী পেরিয়ে নেপালে ঢুকেছিল৷ ভারত-নেপাল সীমান্তের কলাবাড়ি বনাঞ্চল থেকে হাতির দল নেপালে ঢুকছে৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, কলাবাড়ি বনাঞ্চল থেকে প্রায় ৫০টি হাতি নেপালে ঢুকেছে৷