Dilip Ghosh: এবার দিলীপ ঘোষকে শো-কজ নোটিশ নির্বাচন কমিশনের

BJP Leader Dilip Ghosh Slams TMC’s Temple Construction as an Election Ploy
BJP Leader Dilip Ghosh Slams TMC’s Temple Construction as an Election Ploy

কলকাতা: লোকসভা ভোটের মুখে এবার বিপাকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তাঁকে শো কজ করল নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। এই ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে শো কজ করেন।

শুধু তাই নয়, বাংলার শাসক দল নির্বাচন কমিশনে গিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে গিয়ে নালিশ ঠোঁকে। এরপর আজ বুধবারই দিলীপ ঘোষকে শো কজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। এর পাশাপাশি লোকসভা প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করায় কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।  

   

নির্বাচন কমিশন ২৯ মার্চ ২০২৪ বিকেল ৫টার মধ্যে দিলীপ ঘোষ এবং সুপ্রিয়া শ্রীনাতের জবাব চেয়েছে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন