ভয়াবহ। চারদিকে দেহ। কারোর দেহ রাস্তায়, কারোর দেহ পুকুরে! প্রবল বিস্ফোরণে (Egra Blast) মৃত্যুর মিছিল চলছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরায়। স্থানীয় খাদিকুল গ্রামে হয়েছে বিস্ফোরণ।
Advertisements
পরিস্থিতি ভয়ানয় বলছেন বেঁচে যাওয়া কয়েকজন। নিহতের সংখ্যা কতজন স্পষ্ট নয়। তবে গ্রাম জুড়ে পড়ে আছে দেহ।
খাদিকুল গ্রামে বোমা তৈরি হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। মৃত একাধিত। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। ঘটনাস্থলে এগরা থানার পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisements
ঘটনা স্থল থেকে দেহগুলি অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সেই উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে এগরা থানার পুলিশ।