Egra Blast: মমতার এগরা সফরের আগে গ্রেফতার ভানু বাগের স্ত্রী

এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast) এবার কৃষ্ণপদ ওরফে ভানু বাগের স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি। তদন্তে উঠে এসেছে বিস্ফোরণের পর পূর্ব মেদিনীপুরের রামনগরে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন…

Egra Blast: মমতার এগরা সফরের আগে গ্রেফতার ভানু বাগের স্ত্রী

এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast) এবার কৃষ্ণপদ ওরফে ভানু বাগের স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি। তদন্তে উঠে এসেছে বিস্ফোরণের পর পূর্ব মেদিনীপুরের রামনগরে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন ভানুর স্ত্রী গীতারানি। বুধবার ভোরে থেকে সেখান থেকেই তাকে ধরে সিআইডি। বিস্ফোরণস্থল খাদিকুল গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়।

এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত তথা তৃণমূল নেতা ও বেআইনি বাজি কারখানার মানিক ভানু বাগের মৃত্যু হয় কটকের নার্সিংহোমে। আগেই গ্রেফতার করা হয়েছে ভানুর ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎ বাগকে। ভানুর আরও দুই ভাইপোর খোঁজ চলছে।

গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল। ভানুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় বেশ কয়েকটি দেহ। ঘটনার পর থেকেই পলাতক ছিল ভানু। সে ওড়িশায় পালায়। সেখানেই মারা যায়।

Advertisements

এই বিস্ফোরণের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

বিস্ফোরণের ঘটনার পর রাত ২টো নাগাদ ভানুকে হাসপাতালে নিয়ে যান তাঁর আত্মীয়েরা। সেই সময় তার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর দগ্ধ ছিল। শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।কটকের হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে রান্নার তদারকি করছিলেন ভানু। সেখানেই সিলিন্ডার বিস্ফোরণে তিনি জখম হন। কটকেই মৃত্যু হয় ভানুর।