Nepal: তুষারক্ষত নিয়ে অসুস্থ এভারেস্ট-মাকালু জয়ী পিয়ালি, কাঠমাণ্ডুতে চিকিৎসাধীন

মাকালু শৃঙ্গ জয় করে নিউমোনিয়ায় আক্রান্ত পাহাড়-কন্যা পিয়ালি বসাক। কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন সে। মাকালু শৃঙ্গ জয় করতে গিয়ে প্রায় ২২ ঘণ্টা বরফের মধ্যে আটকে ছিলেন…

মাকালু শৃঙ্গ জয় করে নিউমোনিয়ায় আক্রান্ত পাহাড়-কন্যা পিয়ালি বসাক। কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসাধীন সে। মাকালু শৃঙ্গ জয় করতে গিয়ে প্রায় ২২ ঘণ্টা বরফের মধ্যে আটকে ছিলেন পিয়ালি। হাত-পায়ের আঙুলে তুষারক্ষতও তৈরি হয়।

কাঠমান্ডু ফেরার পর, মঙ্গলবার জ্বর আসে। রাতে হাসপাতালে ভর্তি করা হয় পিয়ালিকে। আপাতত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মাকালু শৃঙ্গ জয় করে নীচে নামার সময় থেকেই অস্বস্তি শুরু হয়েছিল। প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রায় ২২ ঘণ্টা ৭ হাজার ৮০০ মিটার উচ্চতায় পর্বতের উপরেই আটকে ছিলেন তিনি। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বেস ক্যাম্পে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পিয়ালি তার বোনকে জানিয়েছেন, তিনি বেঁচে থাকবেন, তা শেরপারাও ভাবতে পারেননি। ঘুমিয়ে পড়লে যেখানে মৃত্যু অবধারিত, সেখানে ২২ ঘণ্টা দাঁড়িয়ে কাটিয়েছেন তিনি। আপাতত স্বাভাবিক কথাবার্তা বলছেন পিয়ালি। সুস্থ হলেই পিয়ালি ফিরবেন চন্দননগরে।

প্রসঙ্গত, গত ১৫ মে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করেন পিয়ালি। তার আগে ৮ হাজার ৯১ মিটার উচ্চতার পৃথিবীর দশম উচ্চতম অন্নপূর্ণ পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। খবর অনুযায়ী জানা যাচ্ছে, অক্সিজেন ছাড়ায় পিয়ালি মাকালু আরোহণ করেছিলেন।

গত ৯ মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন পর্বত আরোহী পিয়ালি। মাকালু জয় করা চতুর্থ ভারতীয় পর্বতারোহী পিয়ালি।