Attack On ED: সন্দেশখালিতে তৃণমুলের হামলায় রক্তাক্ত ইডি, কেন্দ্রীয় বাহিনীর অভিযান

উত্তর ২৪ পরগনার সন্দেশখলিতে ইডি অফিসারদের মারধরে (Attack on ED) অভিযুক্ত তৃণমূল। মার খেয়ে চলে এলেও এবার আরও বাহিনী নিয়়ে অভিযান শুরু। অন্যদিকে স্থানীয় তৃ়নমূল…

Attack On ED

উত্তর ২৪ পরগনার সন্দেশখলিতে ইডি অফিসারদের মারধরে (Attack on ED) অভিযুক্ত তৃণমূল। মার খেয়ে চলে এলেও এবার আরও বাহিনী নিয়়ে অভিযান শুরু। অন্যদিকে স্থানীয় তৃ়নমূল সমর্থকরা অবরোধে অনড়। দুপক্ষ মুখোমুখি।

রাজ্যের একাধিক মামলায় তদন্ত করছে ইডি, তল্লাশিও চালানো হয়েছে বহু জায়গায়। তবে রাজ্যে এর আগে ইডি-কে এমন আক্রমণের শিকার হয়ে হয়নি। সশস্ত্র অবস্থায় থাকা কেন্দ্রীয় বাহিনীকেও তোয়াক্কা করেননি গ্রামবাসীরা।আজকের পর তথ্য প্রমাণ লোপাট করা হতে পারে, এই আশঙ্কা তৈরি হচ্ছে।

আগামীতে যাতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে যাতে ইডিদের বাধার মুখে পড়তে হচ্ছে, হামলা হচ্ছে সেসব নিয়েই বৈঠক হতে পারে আজকে। ইডি অধিকারিকদের দিল্লি থেকে উড়ে আসার জল্পনা প্রবল হচ্ছে। আজই আবার তল্লাশি হবে কিনা সে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

সরবেরিয়ার ঘটনা নিয়ে দিল্লিতে রিপোর্ট পাঠাল ইডি। আজই দিল্লির কর্তারা আসতে পারেন কলকাতায়। তারা আসলে এখনকার দায়িত্বপ্রাপ্ত অধিকারিকদের সাথে বৈঠক করতে পারেন।সন্দেশখালিতে

দীর্ঘদিন ধরে একজন রেশন ডিলার এই শাহজাহান শেখ। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিশেষ ঘনিষ্ঠ। ওই নেতার বাড়িতে তল্লাশি চালালে রেশন দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত নথি পাওয়া যাবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। কিন্তু সেই নেতার বাড়িতে এদিন ঢুকতেই পারেননি তারা। তবে শাহজাহানের বাড়িতে ঢুকতে মরিয়া ইডি। সন্দেশখালির সরবেড়িয়ায় তীব্র উত্তেজনা।

সূত্রের খবর,  স্বরাষ্ট্র মন্ত্রকে এই ঘটনা সম্পর্কিত রিপোর্ট পাঠানো হচ্ছে সিআরপিএফ-এর তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ইতিমধ্যেই জানিয়েছেন, এই ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। বারবার কেন বাংলায় এমন ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শুধু সিআরপিএফ নয়, রিপোর্ট দিচ্ছে ইডি। ইতিমধ্যেই তারা জোনাল ডিরেক্টরের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছে স্পেশাল ডিরেক্টরও। সূত্রের খবর, আক্রান্ত ইডি আধিকারিকরা হামলার ঘটনার বিস্তারিত রিপোর্ট পাঠাবেন দিল্লির সদর দফতরে। হামলার ঘটনার কথা ইডি আদালতেও জানাবে।