Chit Fund Scam : রোজভ্যালির কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

সুদিনের আশায় আমানতকারীরা এবার হয়ত টাকা মিলবে। তবে হাতে টাকা না আসা পর্যন্ত স্বস্তি মিলছে না। এদিকে চিটফান্ড (Chit Fund Scam) কোম্পানি রোজভ্যালির কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি।

Rose Valley Chit Fund Company

সুদিনের আশায় আমানতকারীরা এবার হয়ত টাকা মিলবে। তবে হাতে টাকা না আসা পর্যন্ত স্বস্তি মিলছে না। এদিকে চিটফান্ড (Chit Fund Scam) কোম্পানি রোজভ্যালির কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি।

রোজভ্যালি গ্রুপ অব কোম্পানি ও তাঁর প্রমোটারদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৫৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সংস্থার কর্ণধার গৌতম কুন্ডু ও শুভ্রা কুন্ডুর নামের বিমা ছাড়াও সহ একাধিক রাজ্যে জমি ও বাড়িও রয়েছে।

২০১৪ সাল থেকে রোজভ্যালি কেলেঙ্কারির তদন্ত শুরু হয়। ২০১৫ সালে গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছিল ইডি। জেলে রয়েছেন তিনি ও স্ত্রী শুভ্রা কুণ্ডু। রোজভ্যালির বিরুদ্ধে ইডি ও সিবিআই পৃথক তদন্ত চালাচ্ছে। ইডির তরফে দুটি চার্জশিট পেশ করা হয়েছে। ইডি জানিয়েছে, রোজভ্যালির যে সব স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার বর্তমান বাজারমূল্য ২৫০ কোটি টাকা।