বালিপাচার মামলায় ফের সক্রিয় ইডি, কলকাতা-সহ একাধিক জায়গায় তল্লাশি

ED Raid Sand Smuggling West Bengal

কলকাতা: বালিপাচার মামলায় ফের নড়েচড়ে বসল ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি-র দল হানা দিয়েছে কলকাতা, আসানসোল, ঝাড়গ্রামের একাধিক ঠিকানায়। পাশাপাশি তল্লাশি চলছে লালগড় ও গোপীবল্লভপুর এলাকাতেও।

Advertisements

আসানসোলে তল্লাশি

সূত্রের খবর, আসানসোলের মুরগাশোল এলাকায় মণীশ বাগারিয়া নামে এক ব্যক্তির বাড়িতেও অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরেই বালির ব্যবসার সঙ্গে তাঁর যোগ থাকার সন্দেহ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগারিয়ার বাড়ি ও ব্যবসায়িক নথি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা।

কলকাতায় ইডি

এদিকে কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট চত্বরেও হানা দেন ইডির কর্মকর্তারা। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে একটি সংস্থার অফিসে তল্লাশি চালানোর পরিকল্পনা রয়েছে। তবে এখনও তারা অফিসের ভিতরে প্রবেশ করতে পারেননি।

আগেও তল্লাশি

গত ৯ সেপ্টেম্বরও বালি পাচার মামলার তদন্ত রাজ্যের একাধিক স্থানে অভিযান চালানো হয়। সেই সময় লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। গোপীবল্লভপুরে আর এক ব্যবসায়ীর বাড়ি থেকেও প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল বলে জানা যায়।

Advertisements

ঝাড়গ্রামে সৌরভের একাধিক বালি খাদান রয়েছে, লালগড়ে তাঁর বিশাল বাংলো ও অফিস। মূলত এখান থেকেই ব্যবসা পরিচালনা করতেন তিনি। ইডি সূত্রের খবর, বৃহস্পতিবারের অভিযানে তার লালগড় অফিসেও তল্লাশি চালানো হচ্ছে।

তদন্তকারীরা বলছেন, এই অভিযান বালি পাচারের জড়িত বিভিন্ন চক্রের বিরুদ্ধে আরও প্রমাণ সংগ্রহ এবং অর্থলগ্নি চেন বন্ধ করার লক্ষ্যে নেওয়া হয়েছে।