নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, এবার প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে ইডির হানা

আদ্রা: এসএসসি-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। এবার অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে পুরুলিয়া শহরের পাঁচ নম্বর…

ed raid prosonno roy inlaws house

আদ্রা: এসএসসি-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। এবার অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে পুরুলিয়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকায় শুভম মঙ্গলের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের আট থেকে দশ জনের একটি দল বাড়িটি ঘিরে রাখে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুভম মঙ্গল প্রসন্ন রায়ের আত্মীয়।

আর্থিক লেনদেন ও যোগসাজশ

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বাড়ি থেকে বেশ কিছু নথি খতিয়ে দেখা হচ্ছে। ইডির ধারণা, নিয়োগ দুর্নীতি মামলায় অর্থের লেনদেন ও যোগসাজশের একাধিক সূত্র এই পরিবারিক যোগাযোগের মাধ্যমেই গোপনে চলছিল।

   

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার প্রথম দিকেই প্রসন্ন রায়ের নাম উঠে আসে। তাঁর সঙ্গে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার যোগসূত্র তদন্তে সামনে আসে। প্রসন্ন রায়কে প্রথমে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও ইডি তাঁকে ফের গ্রেপ্তার করে। মূল অভিযোগ, নিয়োগ দুর্নীতি চক্রে প্রসন্ন রায় ‘মিডলম্যান’ বা দালালের ভূমিকা পালন করেছিলেন।

Advertisements

সোমেই গ্রেফতার জীবনকৃষ্ণ ed raid prosonno roy inlaws house

এই আবহে তাঁর আত্মীয়র বাড়িতে ইডির তল্লাশি অভিযানে নতুন তাৎপর্য যোগ হল। শুধু তাই নয়, সোমবারই একই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ফলে নিয়োগ দুর্নীতির তদন্তে ক্রমশ চাপ বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

West Bengal: The Enforcement Directorate (ED) has raided the in-laws’ residence of ‘middleman’ Prasanna Roy in Purulia as part of the SSC teacher recruitment scam probe. Officials are investigating financial transactions and connections to the high-profile corruption case.