পুরনিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় ইডি-র হানা, উদ্ধার কোটিরও বেশি টাকা

ED raid at Taratala businessman’s house

কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তল্লাশি অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারাতলার এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক কোটিরও বেশি নগদ টাকা। পাশাপাশি, বাগুইআটি ও লেকটাউন সংলগ্ন গুদাম থেকেও মিলেছে সোনা ও গয়না। সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার অঙ্ক আরও বাড়তে পারে।

Advertisements

কোটি টাকারও বেশি উদ্ধার

ইডি সূত্রে জানা গিয়েছে, তারাতলার ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চলছে টাকা গোনার কাজ। পাশাপাশি, লেকটাউনে ওই ব্যক্তির গুদামেও হানা দিয়ে কয়েক কেজি সোনা ও বিপুল পরিমাণ গয়না উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এই বিপুল অঙ্কের নগদ ও সোনার উৎস কী, এবং এর সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির সরাসরি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।

   

একাধিক জায়গায় হানা ED raid at Taratala businessman’s house

বুধবারের পাশাপাশি, মঙ্গলবারও কলকাতার একাধিক জায়গায় হানা দিয়েছিল ইডি। বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডের এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালানো হয়। সূত্রের খবর, সম্প্রতি পুরনিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত একাধিক কোম্পানির খোঁজ পায় তদন্তকারীরা। সেই সূত্র ধরেই শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু হয়।

Advertisements

সুজিত বসুর দফতর ও তাঁর ছেলের রেস্তরাঁয় হানা

উল্লেখযোগ্যভাবে, কয়েক দিন আগেই এই মামলার সূত্রে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও তাঁর ছেলের রেস্তরাঁয় হানা দিয়েছিল ইডি। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার এক আধিকারিককেও তলব করা হয় তদন্তে সহযোগিতার জন্য। এই প্রতিবেদনের প্রকাশ পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে।