Anubrata Mondal: অনুব্রত কন্যার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে ইডি, নজরে একাধিক তৃণমূল নেতা

135
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal)৷ তাই বুধবার সুকন্যাকে তলব করে ইডি

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal)৷ তাই বুধবার সুকন্যাকে তলব করে ইডি৷ কিন্তু নির্দিষ্ট কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান সুকন্যা৷ এত সহজে হাল ছাড়তে নারাজ ইডিও ফের তলব করা হল অনুব্রত কন্যাকে৷ তলব পাওয়া মাত্র দিল্লিতে ইডি অফিসে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে তাঁকে।

গরু পাচার মামলায় এখন দিল্লিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর সম্পত্তির বিষয়ে একাধিক তথ্য জানতেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ৷ মঙ্গলবার অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে ইডি। মনে করা হচ্ছে, এবার তালিকা বড় হচ্ছে। অনুব্রত কন্যার তলব নিয়ে প্রশ্ন জাগছে৷
এর আগে অনুব্রত কন্যা সুকন্যা দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন৷ সেবার জানিয়েছিলেন, সবটাই বাবা জানে। তাই বাবা ও মেয়েকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা৷ আগামীকাল কী দিল্লিতে হাজিরা দেবেন তিনি?

অন্যদিকে, গরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ, মলয় পীট, রাজীব ভট্টাচার্যকে দিল্লিতে তলব ইডির। আগামী রবিবারের মধ্যে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ডাকা হয়েছে, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার দিনে শক্তিগড়ের সফরসঙ্গী কৃপাময় ঘোষকেও।