রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি, বালু-সহ তিনজনের জামিন খারিজের আর্জি

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ফের বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান-সহ মোট তিনজনের জামিন খারিজের…

ed challenges bail of balu

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ফের বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমান-সহ মোট তিনজনের জামিন খারিজের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে গেল ইডি। মামলাটি ১২ সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওঠার সম্ভাবনা রয়েছে।

ইডি-র দাবি কী?

ইডির অভিযোগ, জামিনে মুক্ত থাকায় অভিযুক্তেরা তদন্তের স্বচ্ছতা নষ্ট করতে পারেন। তাঁদের আশঙ্কা, মুক্ত অবস্থায় থেকে তাঁরা সাক্ষীদের চাপে ফেলতে পারেন, গুরুত্বপূর্ণ নথি গোপন বা নষ্ট করে দিতে পারেন। ইডি আদালতে জানিয়েছে, এখনও এই তদন্তের প্রাথমিক ধাপ চলছে এবং আর্থিক দুর্নীতির পরিমাণ হাজার কোটি টাকারও বেশি হতে পারে। তাই অভিযুক্তদের বাইরে রাখা হলে গোটা তদন্তই বিপর্যস্ত হতে পারে।

   

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতির মামলায় তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। দলীয় মহলে তিনি “বালু” নামেও পরিচিত। দীর্ঘ অনুসন্ধান ও একাধিক প্রমাণের ভিত্তিতে গ্রেফতারির পর প্রায় ১৪ মাস জেলে কাটিয়ে চলতি বছরের জানুয়ারিতে আদালতের নির্দেশে তিনি জামিন পান। তার কিছুদিন পরই মুক্তি পান তাঁর ঘনিষ্ঠ সহযোগী আনিসুর রহমানও।

Advertisements

রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন ed challenges bail of Balu

আইনজীবী মহল মনে করছে, হাই কোর্টের এই শুনানি মামলার গতি ও পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, শাসকদলের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে এই দুর্নীতি মামলা কেবল আইনের পরিসরে সীমাবদ্ধ নয়; তা ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তুলেছে। বিরোধীরা যেখানে তৃণমূল সরকারকে দুর্নীতির অভিযোগে একের পর এক আক্রমণ শানাচ্ছে, সেখানে ইডির নতুন পদক্ষেপ রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলেই মত বিশেষজ্ঞদের।

West Bengal: The ED has moved the Calcutta High Court to cancel the bail of former minister Jyotipriya Mallick and his associate Anisur Rahman in the multi-crore ration scam. The central agency argues their release could jeopardize the investigation, citing potential evidence tampering.