Coal Scam: তৃণমূল ঘনিষ্ঠ লালার কাছ থেকে টাকা পেত ইসিএল কর্তারা

কয়লা পাচার কান্ডে সিবিআইয়ের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধৃত ইসিএলের সাত কর্তা গত ৭ বছরে ৮ কোটি টাকা নিয়েছে। তারা জেরায় কবুল করেছে কয়লা পাচারের…

CBI west bengal

কয়লা পাচার কান্ডে সিবিআইয়ের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধৃত ইসিএলের সাত কর্তা গত ৭ বছরে ৮ কোটি টাকা নিয়েছে। তারা জেরায় কবুল করেছে কয়লা পাচারের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে মোটা টাকা পেত।

এই বিপুল অঙ্কের টাকা কোন অ্যাকাউন্টে গেছে? ওই টাকায় কোনও বেনামি সম্পত্তি কেনা হয়েছে কি না? ইসিএলের আর কোনও আধিকারিক ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিবিআই।

কয়লা পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে ইসিএলের ৪ বর্তমান ও প্রাক্তন শীর্ষ কর্তা, একজন ম্যানেজার, ২ কর্মী সহ ৭জনকে। সিবিআই সূত্রে খবর, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং আসানসোল থেকেই কয়লা পাচার হত। পদ অনুযায়ী তাকা পেতেন ইসিএলের কর্তারা। লালার থেকে পাওয়া টাকায় তারা বেনামি সম্পত্তি কিনত।

Advertisements

এই মামলায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকে তলব করেছিল ইডি। দু’জনকেই সকাল ১১টায় হাজিরা দিতে বলা হয়েছিল। দুজনেই দিল্লির ইডি দফতরে যাননি। ইডি সূত্রে খবর, বিধায়ক সুশান্ত জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনি এখন ব্যস্ত। তাই তিনি যেতে পারবেন না। চাইলে ইডি কর্তারা তাঁকে রাজ্যে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।