সাতসকালে কেঁপে উঠল উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা

শুক্রবার সকালে উত্তরবঙ্গে মৃদু ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শহর-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায়…

Kolkata24x7 | Latest Bengali News, Breaking News & Live Updates

শুক্রবার সকালে উত্তরবঙ্গে মৃদু ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬টা ৫৮ মিনিটে জলপাইগুড়ি শহর-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় প্রায় দু’সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.৫।

Advertisements

আদানির মাথায় হাত! জলে গেল বাংলাদেশে বিপুল বিনিয়োগ?

বিজ্ঞাপন

আজন্ম ‘বামপন্থী’ বুদ্ধদেবের মুখে গায়ত্রী মন্ত্র? অজানা কাহিনী শুনলে চমকে যাবেন!

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের। সকাল ৬:৫৭ মিনিটে এই ভূমিকম্প হয় বলে অনুভব হয়েছে। তবে শুধু উত্তরবঙ্গ নয়, সিকিমের এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর।ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে বলে অনুমান আবহবিদদের। সকাল ৬:৫৭ মিনিটে এই ভূমিকম্প হয় বলে অনুমান আবহবিদদের। তবে শেষ পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে প্রথম এই ভূমিকম্পের রিপোর্ট করা হয়। পরে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও এই ভূমিকম্পের কথা জানিয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, ভূমিকম্পটি একেবরেই মৃদু ছিল। তাই বড় কনও ক্ষতির সম্ভাবনা নেই। ভোরে অনেকেই ঘুমিয়ে থাকায় উত্তরবঙ্গের অনেক জায়গায় মানুষ ভূমিকম্প টেরও পাননি।

কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় অনেক বাড়িরই জানালার কাচ ভেঙে গিয়েছে। তাক থেকে পড়ে গিয়েছে জিনিসপত্র। এছাড়া, উল্লেখযোগ্য বড় ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। নামচিতে বড় মাপের কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়িতেও হালকা কম্প অনুভূত হয়েছে।