আনিস খানের ভাইকে খুনের চেষ্টা, থানা ঘেরাও করবে DYFI

হাওড়ার ছাত্রনেতায় আনিস খানের হত্যাকান্ড ঘিরে সরগরম হয়ে আছে রাজ্য। পুলিশের বিরুদ্ধে এই ছাত্র নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুনের অভিযোগ ওঠে। যদিও গোটা ঘটনা আদালতে বিচারাধীন। এরই…

হাওড়ার ছাত্রনেতায় আনিস খানের হত্যাকান্ড ঘিরে সরগরম হয়ে আছে রাজ্য। পুলিশের বিরুদ্ধে এই ছাত্র নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুনের অভিযোগ ওঠে। যদিও গোটা ঘটনা আদালতে বিচারাধীন। এরই মাঝে শুক্রবার রাতে আনিস খানের খুড়তুতো ভাই সলমন খানকে খুনের চেষ্টা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই আমতা থানা ঘেরাও করবে বাম যুব সংগঠন DYFI

আনিস খান খুনের মূল সাক্ষী সলমনকে খুনের চেষ্টার ঘটনায় নতুন করে সরগরম হয়ে উঠেছে হাওড়া। আতঙ্কিত আনিসের পরিবার। জখম সলমনের চিকিৎসা চলছে উলুবেড়িয়া হাসপাতালে।

এই ঘটনায় ফের বাম যুব সংগঠন থানা ঘেরাও করবে বলে জানাল। এর আগে আনিস খুনের প্রতিবাদে বাম যুবনেত্রী তথা সিপিআইএমের অন্যতম নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বিরাট আন্দোলন ও থানা ঘেরাও অভিযানে সরগরম হয়েছিল রাজ্য। রবিবার সেরকমই কিছু ঘটতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

মৃত আনিসের ভাই সলমনের পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১ টা ১৫ নাগাদ আচমকা সলমনের বাড়িতেই হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। বাথরুম থেকে বেরিয়ে দেখেন হামলার পর মাথায় গুরুতর আঘাত নিয়ে পড়ে থাকে সলমন। তার স্ত্রীর চিতকারে এলাকাবাসী এসে রক্তাক্ত সলমনকে হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে ঘটনাস্থল থেকে চম্পট দেয় হামলাকারী৷