উত্তর ২৪ পরগণার জেলা পরিষদ অভিযানে গ্রেফতার সাত বাম যুব নেতা। বৃহস্পতিবার তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায় (DYFI Leader Minakshi Mukherjee)। বাম নেত্রীর হুঁশিয়ারি, পুলিশ যতই চেষ্টা করুক সরকারকে আড়াল করার, এযাত্রায় পার পাবে না।
তাঁর কথায়, সব পরিবারগুলি এককাট্টা হয়েছে। শুধু পরিবার নয়, যত গ্রামে গিয়েছি, আমরা দেখেছি, সব গ্রাম এককাট্টা হয়েছে। তাই পুলিশ যতই চেষ্টা করুক সরকারকে আড়াল করার, এযাত্রায় পুলিশও পার পাবে না। সরকারও পার পাবে না৷ একইসঙ্গে তাঁর বার্তা, ছেলেরা লড়াই করতে গিয়েছে। আর পরিবার পাশে আছে, আমার মা পাশে আছে, মা ভয় পায়নি।
গত ১১ এপ্রিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ অভিযানে গিয়ে গাইঘাটা এলাকার ৭ সিপিএম যুব নেতা গ্রেফতার হয়েছেন। এদিন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তোপ দাগলেন বাম যুব নেত্রী। যা বাম যুব নেতৃত্বকে আরও উদ্দীপনা বাড়িয়েছে।