Heavy Rainfall: গরম নয়, এবার ভারী বৃষ্টির জন্য বহু রাজ্যে কমলা সতর্কতা জারি

wb-weather-update-rain-thunderstorm-and-lightning-predicted-in-several-districts-including-kolkata-heatwave-alert-continues

গরম নয়, দেশের এবার বিভিন্ন রাজ্যে ঝড়, বৃষ্টির ভ্রূকুটি দেখে কমলা সতর্কতা জারি করল আইএমডি (IMD)। টানা দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (Heavy Rainfall) আশঙ্কা প্রকাশ করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

Advertisements

আইএমডি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, আজ ২৭ থেকে আগামী ২৯ এপ্রিলের মধ্যে জম্মু ও কাশ্মীর-লাদাখের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৭ ও ২৯ এপ্রিল হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ২৯ এপ্রিল পাঞ্জাবের বিচ্ছিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলার ক্ষেত্রে চরম তাপপ্রবাহের পূর্বাভাস জারি করল আইএমডি। শুধু বাংলাই নয়, বহু রাজ্যে ব্যাপক তাপমাত্রা উর্ধ্বমুখী হবে বলে জানা গিয়েছে।

   

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ এবং উত্তর ওড়িশার কয়েকটি জায়গায় তীব্র তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গের কিছু জেলা এবং সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করছে। 

 

Advertisements