আপনার নাম আছে তো? এক ক্লিকেই যাচাই করুন

Draft SIR, ASD Voter Lists Out in Bengal—Check Online Now
Draft SIR, ASD Voter Lists Out in Bengal—Check Online Now

অবশেষে প্রকাশিত হল SIR–এর খসড়া ভোটার তালিকা। (How to Check SIR List) এর পাশাপাশি প্রকাশ করা হয়েছে নাম বাদের তালিকাও। এতদিন ধরে যে অপেক্ষা ও উৎকণ্ঠা চলছিল, মঙ্গলবার সকালেই তার অবসান ঘটল। নির্বাচন কমিশন জানিয়েছিল, দুপুর ১২টা নাগাদ এই তালিকা প্রকাশ করা হবে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই, সকাল প্রায় সওয়া ৯টার মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতর খসড়া তালিকা এবং নাম বাদের তালিকা একসঙ্গে প্রকাশ করে দেয়।

এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ বেড়েছে—কার নাম থাকল, আর কার নাম বাদ পড়ল? তবে কমিশনের তরফে জানানো হয়েছে, এটি শুধুমাত্র খসড়া তালিকা। তাই কোনও ভোটারের নাম যদি এই তালিকায় না-ও থাকে, তাতেই চূড়ান্তভাবে ভোটাধিকার হারানোর আশঙ্কা নেই। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপত্তি, দাবি ও সংশোধনের সুযোগ থাকবে।

   

কীভাবে দেখবেন নাম বাদের তালিকা?

নাম বাদের তালিকা দেখার পদ্ধতি একেবারেই সহজ এবং আগেও যেমনভাবে ভোটাররা ২০০২ সালের ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজেছিলেন, প্রক্রিয়াটি প্রায় একই রকম। নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গেলেই অনলাইনে এই তালিকা দেখা যাবে।

প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে ceowestbengal.wb.gov.in/asd_SIR এই ওয়েবসাইটটি খুলতে হবে। ওয়েবসাইটে ঢুকলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে একটি পেজ, যেখানে তিনটি আলাদা অপশন দেওয়া রয়েছে।

১) এপিক নম্বর (EPIC Number) সার্চ

যাঁদের কাছে ভোটার কার্ড রয়েছে, তাঁরা এই অপশনটি বেছে নিতে পারেন। এখানে নিজের EPIC নম্বর বা ভোটার আইডি নম্বর লিখলেই জানা যাবে আপনার নাম নাম বাদের তালিকায় রয়েছে কি না। এটি সবচেয়ে দ্রুত এবং সহজ পদ্ধতি।

২) বিধানসভা ভিত্তিক ASD তালিকা

যদি EPIC নম্বর হাতে না থাকে, তাহলে এই অপশনটি ব্যবহার করা যেতে পারে। এখানে নিজের জেলা ও বিধানসভা কেন্দ্র নির্বাচন করে সংশ্লিষ্ট এলাকার ASD (Absentee, Shifted, Dead) তালিকা দেখা যাবে। এই তালিকায় সাধারণত মৃত, অন্যত্র চলে যাওয়া, দীর্ঘদিন অনুপস্থিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম থাকে।

৩) BLO-BLA-র তালিকা

এই অপশনে গেলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO) এবং **বুথ লেভেল এজেন্ট (BLA)–দের মাধ্যমে যাচাইকৃত তালিকা দেখা যাবে। যাঁরা বুথ স্তরে ভোটার যাচাইয়ের কাজ করেন, তাঁদের রিপোর্টের ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

খসড়া তালিকা দেখবেন কীভাবে?

শুধু নাম বাদের তালিকাই নয়, কমিশন একই সঙ্গে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে। সেই তালিকা দেখতে হলে মুখ্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অথবা রাজ্যের CEO দফতরের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে জেলা ও বিধানসভা কেন্দ্র অনুযায়ী খসড়া ভোটার তালিকা ডাউনলোড বা অনলাইনে দেখা যাবে।

নাম না থাকলে কী করবেন?

নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি যাচাইয়ের একটি ধাপ মাত্র। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভোটাররা **দাবি ও আপত্তি জানাতে পারবেন, প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন এবং প্রয়োজনে শুনানিতেও অংশ নেওয়ার সুযোগ পাবেন।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন