হাওড়ার রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, ১৫ ইঞ্জিন ঘটনাস্থলে

ডোমজুড়: হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড৷ আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে কারখানাটিতে। সেই সময় কারখানার…

হাওড়ার রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, ১৫ ইঞ্জিন ঘটনাস্থলে

ডোমজুড়: হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড৷ আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে কারখানাটিতে। সেই সময় কারখানার ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন বলে জানা গিয়েছে। আগুন ও ধোঁয়া বের হতে দেখে দ্রুত স্থানীয়রা খবর দেন ডোমজুড় থানায়। থানার তরফে বিষয়টি দমকল বিভাগকে জানানো হয়। (Domjur chemical factory fire)

   

 

দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে কারখানায় মজুত বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় চারপাশের বিস্তীর্ণ এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পর থেকে কারখানার ভিতর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। বিস্ফোরণের জেরে কারখানার ছাদের একাংশ উড়ে গিয়েছে বলে দাবি। আশপাশে আরও কয়েকটি ছোট-বড় কারখানা থাকায় আগুন নিয়ন্ত্রণে না এলে বড় বিপদের আশঙ্কা করছেন অনেকে।

অপরিকল্পিত কারখানার নিরাপত্তা ঘিরে প্রশ্ন Domjur chemical factory fire

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই কারখানায় নিরাপত্তা বিধি না মেনে বিপজ্জনক রাসায়নিক রাখা হতো। দুর্ঘটনার পর এই বিষয়ে যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Advertisements

স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ

অগ্নিকাণ্ডের মাত্রা এতটাই ভয়াবহ যে, চার কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া দেখা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রশাসনের তরফে আশপাশের গ্রামের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

এখনও পর্যন্ত কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত নয়। জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে।

উদ্ধার কাজ চলছে, পরিস্থিতির দিকে নজর প্রশাসনের

জেলা প্রশাসন ও দমকল বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। পাশাপাশি, দমকল আধিকারিকেরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে আরও ইঞ্জিন আনা হতে পারে৷

West Bengal: Massive fire at a chemical factory in Domjur, Howrah. 15 fire engines battling flames fueled by hazardous chemicals. Explosions shake the area, causing panic among locals. Authorities working to bring the fire under control.