কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসএসসি চাকরিহারাদের সঙ্গে বৈঠক শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মুখ্যমন্ত্রী ছাড়াও ইন্ডোরে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব মনোজ পন্থ, সাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্তা এবং আইনজ্ঞরা৷ সকলের সামনে নিজেদের দাবি দাওয়া পড়ে শোনাচ্ছেন চাকরিহারাদের প্রতিনিধিরা৷ (dismissed ssc candidates meeting with Mamata)
dismissed ssc candidates meeting with Mamata রিভিউ টু কিউরেটিভ, আমাদের জেতার সম্ভাবনা রয়েছে
চাকরিহারা মেহবুব মণ্ডল বলেন, ‘রিভিউ টু কিউরেটিভ, আমাদের জেতার সম্ভাবনা রয়েছে। যতদিন না পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, আমাদের কোনওরকম টারমিনেশন লেটার দেওয়া যাবে না। আমরা যে চাকরি করছি, সেখানে স্বমহিমায় বহাল রাখতে হবে৷’
অপর এক চাকরিহারা সঙ্গীতা বলেন, ‘‘আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের শিক্ষিকা ছিলাম। এখন আর নেই। কেন নেই? কারণ আদালতের নির্দেশ। প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। সিবিআই তদন্ত করেছে, বাগ কমিটি তদন্ত করেছে, তাও যোগ্য-অযোগ্যদের আলাদা করা গেল না। তারা কোনও তদন্তই করে উঠতে পারল না! সন্দেহের বশে ঠেলে ফেলে দেওয়া হল।
প্রতি এক জনের পিছনে পাঁচজন আছে dismissed ssc candidates meeting with Mamata
তিনি আরও বলেন, আমার মতো হাজার হাজার চাকরিহারা এখানে উপস্থিত রয়েছেন, তাঁরা সামনের মাসে কী খাবে, জানেন না। আমরা সুবিচার চেয়েছিলাম। যা যা তথ্য দেওয়ার আমরা সবটাই দিয়েছিলাম, তারপরও এই অবস্থা কেন হল? স্কুলের বাচ্চাগুলোর কী হবে।
তাঁর কথায়, ‘‘আমরা কেবল ২০ হাজার নই, প্রত্যেক চাকরিহারার পিছনে পাঁচ জন রয়েছে। আজ সকলে করছে, কী করে কত টাকা দিয়ে চাকরি পেয়েছিলিস? সমাজে মুখ দেখাব কীভাবে?
মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় বিচার চেয়ে কেঁদে ফেলেন সঙ্গীতা। জানান, আইটি ছেড়ে তিনি শিক্ষকতা করতে এসেছিলেন৷ কারণ তিনি শুধুই শিক্ষক হতে চেয়েছিলেন৷ সেটাই কি দোষ? কী করে আদালত বলে দিতে পারে অল আর ফ্রড? নিজের যোগ্যতায় পাওয়া চাকরিটা আমরা ফিরে পেতে চাই।
West Bengal: CM Mamata Banerjee meets SSC job seekers at Netaji Indoor Stadium alongside key officials and intellectuals. Representatives voice their demands, aiming for resolution. The meeting highlights Bengal’s political and social dynamics.