BJP To TMC: সুযোগ বুঝে তৃণমূলে ঝাঁপ বিজেপির হেভিওয়েট দীনেশের

বিধানসভায় ধাক্কা, পঞ্চায়েতে গোঁত্তা, লোকসভাতে ধরাশায়ী। ক্রমশ মোহভঙ্গ হচ্ছে ‘দলবদলু’দের। একে একে ফের ঘরওয়াপসির হিড়িক। লোকসভার ফলাফল দেখেই পদ্ম ছেড়ে জোড়া-ফুলে ফিরছেন বহু নেতা, কর্মী।…

dinesh bajaj join tmc from bjp before bengal by-poll 2024, দীনেশ বাজাজ বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন

বিধানসভায় ধাক্কা, পঞ্চায়েতে গোঁত্তা, লোকসভাতে ধরাশায়ী। ক্রমশ মোহভঙ্গ হচ্ছে ‘দলবদলু’দের। একে একে ফের ঘরওয়াপসির হিড়িক। লোকসভার ফলাফল দেখেই পদ্ম ছেড়ে জোড়া-ফুলে ফিরছেন বহু নেতা, কর্মী। এবার খাস কলকাতায়ও সেই ছবি। দলবদল করলেন কলকাতার প্রভাবশালী বিজেপি নেতা দীনেশ বাজাজ।

জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক ছিলেন (২০০৬-১১) দীনেশ বাজাজ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দীনেশ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বছর খানেকের মধ্যেই তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব বাড়তে থাকে। পদ্মে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি।

   

কালো মেঘে ঢাকল আকাশ, কলকাতা সহ ১৩ জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা

সামনেই মানিকতলা বিধানসভা উপ-নির্বাচন। তার আগেই কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে গত রবিবার এক ঘরোয়া বৈঠকে সামিল হয়েছিলেন দীনেশ বাজাজ। সেখানে ছিলেন মানিকতলা উপনির্বাচনের জন্য খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া আহ্বায়ক কুণাল ঘোষ ও চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ্য রাউত। সেখানেই তৃণমূলে ফেরার কথা ঘোষণা করেন রাজ্যের শাসক দলের প্রাক্তন এই বিধায়ক।

পরে কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই দীনেশ বাজাজ বৈঠকে ছিলেন। উপ-নির্বাচনে মানিকতলায় জয়ের জন্য দীনেশ বাজাজ তাঁর অভিজ্ঞতা দিয়ে তৃণমূলকে সাহায্য করবেন।