Dilip Ghosh: আমও গেল ছালাও গেল এবার কি দিলীপ ঘোষের ঠিকানা কালাপানি পার ?

প্রসেনজিৎ চৌধুরী, বর্ধমান: দলীয় অন্তর্ঘাতে অস্তিত্বই সংকটে (Dilip Ghosh) দিলীপ ঘোষের। তিনি এই মুহূর্তে রাজনৈতিক জমি হারিয়ে নি:স্ব। দেশের মূল ভূখণ্ডে দিলীপ ঘোষের ভোট রাজনীতি…

dilip Dilip Ghosh: আমও গেল ছালাও গেল এবার কি দিলীপ ঘোষের ঠিকানা কালাপানি পার ?

প্রসেনজিৎ চৌধুরী, বর্ধমান: দলীয় অন্তর্ঘাতে অস্তিত্বই সংকটে (Dilip Ghosh) দিলীপ ঘোষের। তিনি এই মুহূর্তে রাজনৈতিক জমি হারিয়ে নি:স্ব। দেশের মূল ভূখণ্ডে দিলীপ ঘোষের ভোট রাজনীতি ৪জুন-মঙ্গলবার গোঁত্তা খেয়ে পড়ল। দিলীপ ঘোষের সামনে ঘোর দুর্দিন। তার আমও গেছে ছালাও গেছে বনে কটাক্ষ করছে  তৃণমূল কংগ্রেস।

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পরাজিত দিলীপ ঘোষের ভবিষ্যত কী? তার আগে দুই জেলার বিজেপির ভিতরের পরিস্থিতি কেমন জানা যাক। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলায় বিজেপি নেত়ৃত্বের বহুলাংশ যারা তৃণমূল ছেড়ে এসেছিলেন তারা নীরবে পুরনো দলে ঢুকে ‘আন্ডারস্টান্ডিং’ করেছেন। ফলাফল গণনায় বিজেপি যতই পিছিয়েছে ততই সেই ‘আন্ডারস্ট্যান্ডিং’ বেড়েছে।

   

দুই বর্ধমান জেলা বিজেপি নেতাদের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে হতাশ ছিলেন খোদ  দিলীপ ঘোষ। ফের মেদিনীপুর থেকে প্রার্থী না হওয়ার ক্ষেদ লুকিয়ে রাখেননি। তবে বর্ধমান ও দুর্গাপুর কেন্দ্রে বহিরাহত প্রার্থী হয়ে গরম গরম মন্তব্যে বিতর্কের কেন্দ্রে ছিলেন। গত লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুর থেকে ভোট রাজনীতিতে উত্থান হয়েছিল তাঁর। আর বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে আপাতত মুলধারার রাজনীতিতে মুখ থুবড়ে পড়েছেন দিলীপ ঘোষ। জানা যাচ্ছে সংঘের নির্দেশ পেলে তিনি ফের কালাপানি পার হবেন।

দিলীপ ঘোষকে ঘিরে দুটি সম্ভাবনা বাড়ছে

() তিনি যেখান থেকে সাংগঠনিক রাজনীতি শুরু করেছিলেন সেই কালাপানি তীরে (বঙ্গোপসাগর) আন্দামানেই চলে যেতে হতে পারে।  সংঘ পরিবারের সংগঠক হিসেবে তিনি আন্দামানেই এখনও সক্রিয়। নিজেকে সংগঠক বলেই চিহ্নিত করতে ভালোবাসেন দিলীপ ঘোষ।

() বিশ্লেষণে উঠে আসছে ২০১৪ সালে কেন্দ্রে মোদীর সরকার গঠনের পর যে মোদী হাওয়া উঠেছিল তাতে বাংলায় বিরোধী রাজনৈতিক পরিসরে দিকে ঘোষের সাংগঠনিক শক্তি আরও গতি পায়। ততকালীন বিজেপি রাজ্য সম্পাদক হিসেবে দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গে বিরোধী দল হয়। রাজ্য সম্পাদকের ভূমিকায় তাঁকে ফের আনতে পারে বিজেপি।

দ্বিতীয় সম্ভাবনাটি নিয়ে জটিলতা আছে রাজ্য বিজেপিতে। এই দলেই আলোচনা চলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনওভাবেই দিলীপ ঘোষের মত ‘টাফ’ নেতার অধীনে থাকতে চান না। আরও গুঞ্জন শুভেন্দুর ইচ্ছাতেই দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে প্রার্থী করেননি মোদী। একেবারে শেষ মুহূর্তে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের নাম চূড়ান্ত হয়েছিল।

রাজ্য সভাপতি ও সর্ব়ভারতীয় সহসভাপতির পদ খুইয়ে বিমর্ষ দিলীপ ঘোষ বারবার ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘনিষ্ঠ বিজেপি নেতারা মনে করছেন,অভিমানী দাদা আন্দামানে গেলে ভাল থাকবেন।