“পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক”-পঞ্চায়েত আসন‌ নিয়ে অভিষেককে খোঁচা দিলীপের

রবিবার চোপড়ার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান ২০২৬ এর নির্বাচনে ২৪০ টি আসন পেতে চলেছে তৃণমূল। এই বার্তার মাধ্যমে দলের নেতা কর্মীদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড।

dilip-ghoash

রবিবার চোপড়ার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান ২০২৬ এর নির্বাচনে ২৪০ টি আসন পেতে চলেছে তৃণমূল। এই বার্তার মাধ্যমে দলের নেতা কর্মীদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ড।

Advertisements

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টার্গেটের পাল্টা খোঁচা দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আগে পার্টি থাকবে কি না সেটা আগে দেখুক।” এই প্রসঙ্গে, মেদিনীপুরের সাংসদের কথায়, “আগে পঞ্চায়েত জিতুক, ২৪- এ লোকসভা জিতুক। তারপর দেখা যাক পার্টিটা থাকে কিনা।”

   

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, ” পিছনে চারটে লোক নেই। উনি দেখেছেন উত্তরবঙ্গে দলের কি অবস্থা। নিজের পার্টির লোককে সামলাতে পারছেন না। দলীয় স্তরে নির্বাচন করতে পারছেন না। তার আবার এতো বড় বড় কথা?”

প্রসঙ্গত তৃণমূলে নবজোয়ার কর্মসূচির কারণে উত্তর দিনাজপুরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল চোপড়ার সভা থেকে তিনি বলেন, ‘ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে বাড়িতে ঢুকিয়ে রাখা যায়। কিন্তু তৃণমূলকে আটকে রাখা যায় না। আমাকে এত নোটিশ পাঠিয়েছে।’

অভিষেক বলেন,’যত নোটিশ আসবে, আন্দোলনের ভাষা আরও তীব্রতর হবে।’ বিরোধীদের টক্কর দিতেও ছাড়েনি অভিষেক। তিনি বলেন, “যে কটি রাজনৈতিক দল রয়েছে, তাঁদেরকে মানুষের থেকে ভোট নেওয়ার পর চোখে দেখা যায়নি। আগামী পঞ্চায়েত নির্বাচনে এমন লোককে বসান যে আপনার হয়ে কাজ করবে।”

অভিষেক তৃণমূলের আসন দাপট দেখিয়ে বলেন, “২০১১ সালে আসন ছিল ১৮৪, ২০১৬ সালে আসন ছিল ২১১, ২০২১ সালে ২১৪। ২০২৬ এ ২৪০ হবে। যত ধমকাবেন যত চমকাবেন তৃণমূল তত শক্তিশালী হবে।”