Dilip Ghosh: ‘তৃণমূলের ২২৯ কোটি টাকার কেলেঙ্কারি’ ফাঁস করলেন দিলীপ

লোকসভা ভোটের মুখে আবারও একবার বিস্ফোরক মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তাঁর মুখে উঠে এল ২২৯ কোটি টাকার দুর্নীতি। আজ…

লোকসভা ভোটের মুখে আবারও একবার বিস্ফোরক মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার তাঁর মুখে উঠে এল ২২৯ কোটি টাকার দুর্নীতি।

আজ শুক্রবার দিলীপ ঘোষ বলেন, “জনগণকে বিভ্রান্ত করার জন্য তৃণমূল সরকার বারবার মিথ্যা কথা বলেছে। কেন্দ্র কর্তৃক প্রদত্ত তহবিল সম্পর্কিত মিথ্যা পরিসংখ্যান তুলে ধরেছে এই সরকার। আমি বলছি, আজ সবকিছু লোকচক্ষুর আওতায়, কেন্দ্রীয় সরকার কী করছে, কী দিচ্ছে, রাজ্য সরকার কতটা পেয়েছে? সিএজি ২২৯ কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস করেছে, যার উত্তর এখনও রাজ্য সরকার দিতে পারেনি। এটা গরিব মানুষের টাকা।”

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার কোচবিহারের রাসমেলা থেকে বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় ভোটপ্রচারে এসে তৃণমূল সরকারকে তুলোধনা করেন মোদী। বাংলার আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল সরকার। এই বিষয়ে মোদী বলেন, ‘বাংলাকে রেকর্ড টাকা দিয়েছি, তাও তৃণমূল উন্নয়নে বাধা দেয়।’