Dilip Ghosh: হাইভোল্টেজ উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী, ‘কুশাসন চলছে’, দাবি সাংসদের

আজ শনিবার ফের বাংলায় পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। লোকসভা ভোটকে পাখির চোখ করে আজ তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন বলে…

Dilip Ghosh: হাইভোল্টেজ উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী, 'কুশাসন চলছে', দাবি সাংসদের

আজ শনিবার ফের বাংলায় পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। লোকসভা ভোটকে পাখির চোখ করে আজ তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন বলে খবর। এদিকে মোদীর শিলিগুড়ি সফর প্রসঙ্গে বড় মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তিনি বলেন, “বাংলায় যে ধরনের দুঃশাসন চলছে, আইনশৃঙ্খলার সমস্যা, এখানে দুর্নীতি দেখে মানুষ এখন পরিবর্তন চায়। জনগণ সরকারকে বিশ্বাস করে না। তাই মোদীর সঙ্গে আসতে চান তাঁরা। প্রধানমন্ত্রীও দেশবাসীকে আশ্বস্ত করতে চান, একমাত্র বিজেপিই এখানে সুশাসন দিতে পারে।”

এছাড়া শেখ শাহজাহান প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘শাহজাহান অনেক অপরাধের সঙ্গে জড়িত। তদন্ত চলছে। তার নেটওয়ার্ক এখনও সচল আছে, যারা মানুষকে ভয় দেখাচ্ছে। তদন্ত যত এগোবে, ততই অনেক ঘটনা সামনে আসবে। চাপে পড়লে ও অনেক কিছু প্রকাশ করবে।’ 

Advertisements

কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সুন্দরবন সীমান্তের সন্দেশখালি এলাকা এক মাসেরও বেশি সময় ধরে শাহজাহান ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত। বস্তুত, গ্রামের মহিলারা অতীতে অভিযোগ করেছিলেন যে তৃণমূল নেত্রী শাহজাহান শেখ এবং অন্যান্য তৃণমূল নেতারা তাদের জমি দখল করেছেন এবং কয়েকজন মহিলা তৃণমূল নেতাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও করেছিলেন। এ নিয়ে সন্দেশখালীতেও নারীরা প্রতিবাদ করেন। সন্দেশখালিতেও বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। শাহজাহান শেখ রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত এবং সম্প্রতি ইডি দলের উপর হামলার ঘটনায় অভিযুক্ত। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন।