Dilip Ghosh: নিয়োগ দুর্নীতিতে শাসকদলের বাড়িতে হামলার নিদান দিলেন দিলীপ

নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। একের পর এক শাসক দলের নে,তাদের গ্রেফতারিতে সুর চড়াচ্ছে বিরোধীরা৷ বৃহস্পতিবার কোচবিহারের এক সভা থেকে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Dilip Ghosh addressing a political rally

নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। একের পর এক শাসক দলের নে,তাদের গ্রেফতারিতে সুর চড়াচ্ছে বিরোধীরা৷ বৃহস্পতিবার কোচবিহারের এক সভা থেকে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, কেউ কেউ গিয়ে নেতাদের কলার ধরছে মাঝে মাঝে। তারা ভিতরে চলে যাবে, টাকা কোথায় যাবে? নেতার বাড়িতে গিয়ে চিৎকার করতে হবে, আক্রমণ করতে হবে। দরজায় লাথ মারতে হবে। টাকা দাও। রাস্তায় বেরোলে গাছে বাঁধতে হবে। বলতে হবে লোকটা আমাকে চাকরি দেবে বলে টাকা নিয়েছে।

এদিন তুফানগঞ্জে সভা ছিল বিজেপির৷ সেখান থেকে দিলীপ ঘোষ বলেন, কলকাতায় রাস্তাঘাটে গাড়ি আটকাচ্ছে আর এক থেকে দেড় কোটি টাকা পাওয়া যাচ্ছে। এত টাকা! আর এখানে এত গরিব লোক? খাবার দাবার নেই, চাকরি নেই। আর এই টাকা কার টাকা? এই টাকা গরীব মানুষকে লুঠের টাকা।

একইসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে শাসক দলের বিরুদ্ধেও তোপ দাগতে দেখা যায়। তিনি বলেন, প্রাইমারি হাইস্কুলে চাকরি দেওয়ার নাম করে ১০ থেকে ১২ লক্ষ টাকা লরে তুলেছে। আবার কাউকে জেলা পরিষদে চাকরি দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। আগের যিনি এসএসসির চেয়ারম্যান ছিলেন তিনি বলেছেন, ৩৮ হাজার লোকের কাছ থেকে কম করে ১০ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। ভাবুন কত টাকা হয়। ১৮ হাজার লোক চাকরি পেয়েছে। এখনও ২০ হাজার পায়নি। তারা ঘুরে বেড়াচ্ছে। কিছু বলছে না।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে বিরাট প্রচার করতে চাইছে বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই বিরোধীদের কাছে সবচেয়ে বড় ইস্যু। যা ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এখন দিলীপের বক্তব্যে নতুন করে চাপানুতোর শুরু হয়েছে।