Dilip Ghosh: ‘স্বামী স্ত্রীর ঝগড়া কেউ রাস্তায় নিয়ে আসে?’ কুণালকে কটাক্ষ দিলীপের

বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন কুণাল ঘোষ। তাঁকে নিয়ে এখন জোরদার রাজনৈতিক জল্পনা চলেছে। ইতিমধ্যে লোকসভা ভোটের আবহে দল বিরোধী মন্তব্য করায় রাজ্য সাধারণ সম্পাদকের পদ…

বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন কুণাল ঘোষ। তাঁকে নিয়ে এখন জোরদার রাজনৈতিক জল্পনা চলেছে। ইতিমধ্যে লোকসভা ভোটের আবহে দল বিরোধী মন্তব্য করায় রাজ্য সাধারণ সম্পাদকের পদ হারাতে হয়েছে। এমনকি তৃণমূলের হয়ে তারকা প্রচারকের তালিককে থেকেই নাম বাদ পড়েছে। ফলে সব নিয়ে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কুণাল। যদিও এই ব্যাপারটিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

তৃণমূলের সঙ্গে কুণাল ঘোষের স্বামী-স্ত্রীর ঝগড়ার মতো দেখছেন দিলীপ। তিনি জকনান, ‘এসব মক ফাইট। এসব নিয়ে আমরা ভাবছি না। অন্নদাসদের কথার গুরুত্ব নেই। ওই বাড়িতে থাকব, খাবো, লাথি খাবো। ওখানেই থাকব। আবার মুখ খুলব, দুটো একসঙ্গে হতে পারে না। রাস্তায় নামুন। দম থাকলে বেরিয়ে এসে লড়াই করুন। পার্থ চ্যাটার্জি অনেক কিছু বলেছেন কুনাল নিয়ে। এটা ওদের পুরোনো ঝগড়া, বাড়ির ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া কেউ রাস্তায় নিয়ে আসে?’

   

উল্লেখ্য, গত বুধবার একমঞ্চে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে দেখা যায় কুণাল ঘোষকে। তার কয়েক ঘণ্টার মধ্যে তৃণমূলের কংগ্রেসের তরফে কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়, সাম্প্রতিক সময়ে করা কুণাল ঘোষের করা একাধিক মন্তব্য দলের নীতির সঙ্গে বেমানান। উনি যা বলেছেন, সেটা একান্তই ওনার ব্যক্তিগত মন্তব্য, পার্টির বক্তব্য নয়। এর আগে ওনাকে দলের মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর এখন তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।