Digha: রথের দিনই মাহেন্দ্রক্ষণ, বড় চমকের অপেক্ষায় দিঘা

দিঘার (Digha) জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে লোকসভা নির্বাচনের পর। জেলায় গিয়ে নির্বাচনী প্রচারের সময় এমনই ঘোষণা করে এসেছেন মুখ্যমন্ত্রী। এ দিকে পুরীর আদলে দিঘায় মহাপ্রভূর…

Digha-s Jagannath temple can be inaugurated on Rath yatra day , দিঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন রথযাত্রা

দিঘার (Digha) জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে লোকসভা নির্বাচনের পর। জেলায় গিয়ে নির্বাচনী প্রচারের সময় এমনই ঘোষণা করে এসেছেন মুখ্যমন্ত্রী। এ দিকে পুরীর আদলে দিঘায় মহাপ্রভূর মন্দিরের কাজ প্রায় শেষ পর্বে। এসবের মধ্যেই রথের দিনও এগিয়ে এসেচে। আগামী ৭ জুলাই চলতি রথযাত্রা। সেকত শহরে জোর গুঞ্জন যে, রথকে সামনে রেখেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে পারে।

শোনা গিয়েছিলেন রামমন্দিরের উদ্বোধনের পাল্টা চলতি বছরের এপ্রিল মাসেই উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির। কিন্তু লোকসভা নির্বাচনের জেরে সেই উদ্বোধনের কাজ থামিয়ে দিতে হয়। তাই তখন থেকেই প্রশ্ন উঠছিল, কবে হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন?‌ তারপরই নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিঘার জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ শেষের পথে। লোকসভা নির্বাচন শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনে সকলকে উপস্থিত থাকতে হবে। কিন্তু কোনও নির্দিষ্ট তারিখ তিনি জানাননি।

   

১লা জুন লোকসভা নির্বাচনের সপ্তম দফার শেষ, ফলাফল ৪ঠা জুন। কার্যত ওই দিনই মিটছে নির্বাচনী প্রক্রিয়া। এর এক মাসের মধ্যেই (৭ জুলাই) রয়েছে রথযাত্রা। তাই মুখ্যমন্ত্রীর ঘোষমা ও রথযাত্রাকেই এখন দিঘায় জগন্নাথের মন্দির উদ্বোধনের মাহেদ্রক্ষণ হিসেবে ধরা হচ্ছে।

Narendra Modi: ‘লুট হওয়া টাকা ফেরত দেব’, বাংলা থেকে বড় ঘোষণা মোদীর

মনে করা হচ্ছে, পুরীর রথযাত্রা উৎসবের সঙ্গে তাল রেখেই দিঘার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে। যদিও সরকারি স্তর থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। এই বিষয়ে রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলেছেন, ‘’মন্দির নির্মাণের কাজ এখন শেষের পথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঠিক করবেন সেদিনই মন্দিরের উদ্বোধন হবে।’

নিউ দিঘা স্টেশন থেকে কিছুটা গেলেই নন্দকুমার, ১১৬বি জাতীয় সড়ক। তার পাশেই দিঘার জগন্নাথ দেবের মন্দির গড়ে উঠছে। মন্দির নির্মাণের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পর্যটনের জন্য এমনিতেই বাঙালির অত্যন্ত প্রিয় দিঘা, এবার বাড়তি আকর্ষণ হয়ে ওাক পথে মহাপ্রভূর মন্দির। ফলে সৈকত শহরের পর্যটন ব্যবসা আরও জমে যাবে বলেই মনে করা হচ্ছে।