Abhishek Banerjee: ‘মোদীর গ্যারান্টি জিরো ওয়ারেন্টি’, বাংলা কার গ্যারান্টি চায় প্রশ্ন অভিষেকের

Abhishek Banerjee Tour Intensifies Political Activity in Itahar
Abhishek Banerjee Tour Intensifies Political Activity in Itahar

দিদি না মোদী, বাংলা কার গ্যারান্টি চায়? জন গর্জন সভায় জনতাকে প্রশ্ন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee)। এদিন ব্রিগেড মঞ্চ থেকে আগাগোড়া নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান অভিষেক। ভোটের বাংলায় বেশ কয়েকবার সভা করতে আসেন প্রধানমন্ত্রী। বাংলায় এসে বঙ্গবাসীকে ভালো রাখার অঙ্গীকার করে যান। সঙ্গে মোদীর গ্যারান্টি ও দেন। সেই গ্যারান্টিকে নিশানা করেন অভিষেক।

বাংলার মানুষের কাছে অভিষেকের প্রশ্ন, যারা বাংলার ভাষা বোঝে ভা তাদের থেকে গ্যারান্টি নেবেন? মোদী এতদিন কেনো বাংলায় আসেননি প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, ‘গত তিন বছরে আবাসের টাকা দেয়নি কেন্দ্র, আবাসে ৪২ হাজার কোটি দিয়েছেন প্রমাণ করুন’ মোদীকে হুঙ্কার অভিষেকের।

   

এদিন অভিষেক দাবি করেন, তৃণমূল সরকার কথা রাখে। অভিষেকের মুখে উঠে আসে, বাংলার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্পের নাম। জনতাকে অভিষেকের প্রশ্ন, দিদি না মোদী কার গ্যারান্টি চান আপনারা?অভিষেকের প্রশ্ন শুনে, ব্রিগেডে থেকে আওয়াজ ওঠে ‘ দিদি দিদি দিদি ‘।

শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেকের দাবি, ‘জন গর্জন শুধু ট্রেলর ছিল, সিনেমা বাংলার জনতা দেখাবে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন