সাধ থাকলেও সাধ্যের মধ্যে (Diamond Price) না থাকায় অনেকেই এই বহু মূল্যবান রত্নকে ঘরে আনতে চান। ঠিকই ধরেছেন, বলা হচ্ছে হীরের কথা। মধ্যবিত্তের হাতের নাগালে সোনার দাম থাকলেও হীরে কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। তাই জানুন আজ হীরের দাম কত। হীরে শুধু একটি অলঙ্কার বানাবার উজ্জ্বল বস্তু নয়, হীরে ঐতিহ্য়ও বহন করে। আর কষ্টার্জিত অর্থ দিয়ে বহুমূল্য হীরে কেনার আগে, তা যাচাই করে নেওয়া খুব প্রয়োজন। হীরের ক্যারট, তার শুদ্ধতা, তার হলমার্কের এবং যে অলঙ্কার বানানো হবে তার মজুরি ও জিএসটির উপর হীরের দাম নির্ভর করে।
জানুন আজ বাজারে হীরের দাম কত? আজ ০.৫ ক্যারট হীরের দাম ৩২ হাজার ৫০০ টাকা। ১ ক্যারট হীরের দাম ৬৫০০০ টাকা। ০.৭৫ ক্যারট হীরের দাম ৪৮ হাজার ৭৫০ টাকা। ০.২৫ ক্যারট হীরের দাম ১৬ হাজার ৫০০ টাকা। ০.১ ক্যারট হীরের দাম ৬৫০০ টাকা।
সপ্তাহের শুরুতেই বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত জানেন?
পুজোর মুখে সোনা ও রুপোর দাম বাড়লেও, সেভাবে বাড়েনি হীরের দাম। গত এক সপ্তাহে যা ছিল, তাই আছে। হীরে ধারণ করার ফলে শুক্র গ্রহ প্রভাবিত হয়। তবে হীরে কিন্তু সবার সহ্য হয় না। শুক্রের খারাপ দৃষ্টি থাকলে হিরে ধারণ করার পরামর্শ দেন জ্যোতিষবিদরা।