Ghatal Recruitment Scam: নিজের ভরসার আপ্তসহায়কই ‘সলিড কেস’ খাইয়ে দিল দেবকে?

নিজের ব্যস্ততার কারণে ঘাটালের সংসদীয় এবং প্রশাসনিক কাজকর্মে কোনও রকম অসুবিধা হোক সেটা চাননি দেব (Ghatal Recruitment Scam)। আর তাই রামপদ মান্নাকে নিজের প্রতিনিধি করেছিলেন।…

নিজের ব্যস্ততার কারণে ঘাটালের সংসদীয় এবং প্রশাসনিক কাজকর্মে কোনও রকম অসুবিধা হোক সেটা চাননি দেব (Ghatal Recruitment Scam)। আর তাই রামপদ মান্নাকে নিজের প্রতিনিধি করেছিলেন। কিন্তু এখন দেখা গেল কার্যক্ষেত্রে সেই রমাপদর সুবাদে মুশকিল আসান হওয়া তো দূরঅস্ত। উল্টে দেবকে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়তে হচ্ছে এই রমাপদ এর জন্যই। আর এবার হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার সাথে জড়ালো দেবের নামও(Ghatal Recruitment Scam)। সেই রামপদরই জন্য।

বুধবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ঘটে এই ঘটনা। লোকসভা নির্বাচনের আগেই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ একটি অডিও ক্লিপ প্রকাশ করেন(Ghatal Recruitment Scam)। সেখানে সরাসরি এক মহিলার সঙ্গে কথা বলতে শোনা যায় দেবকে। মান্নার বিরুদ্ধে মহিলার অভিযোগ, টাকা নিয়েও চাকরি না করে দেওয়ার। দেবকেও গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিতে শোনা যায়। এবার সেই ভাইরাল অডিও ক্লিপকেই হাতিয়ার করে আদালতে মামলা করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামের একজন ব্যক্তি(Ghatal Recruitment Scam)। মামলাকারীর পক্ষের উকিল ফিরদৌস শামিম এদিন মামলাটি নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর বক্তব্য, এই অডিও ক্লিপ ইতিমধ্যেই সিবিআই এর কাছে পাঠানো হয়েছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বিচারপতি সিনহা এই গোটা বিষয়টি নিয়ে সিবিআই এর মতামত এবং পর্যবেক্ষণ জানতে চেয়েছেন। এমনকী সিবিআই যদি চায়, একটি সংক্ষিপ্ত রিপোর্টও জমা দিতে পারে বলে তাঁর অভিমত(Ghatal Recruitment Scam)।

   

মমতার নির্দেশে ‘দখলমুক্তি’, ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ রুখে নায়ক বাম কাউন্সিলর

গত মে মাসেই ঘাটালের ক্ষীরপাই এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা অভিযোগ করেছিলেন, আশাকর্মী পদে তাঁর মেয়ে মৌসুমী সাঁতরার চাকরির জন্য তিনটি কিস্তিতে তিনি প্রায় দু’লক্ষ টাকা রামপদকে দিয়েছিলেন। ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালের কর্মী সত্য ঘোষ মারফতই রামপদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। কিন্তু দেড় বছর হয়ে গেলেও চাকরি পাননি মৌসুমী। এই নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাও দায়ের করা হয়েছিল। কিন্তু এই অডিও-কাণ্ডের পর টাকা ফেরত পেয়ে যাওয়ায় মামলা তুলে নেন অভিযোগকারী।

কিন্তু এই প্রথমবার নয়, বিভিন্ন সময়ে রামপদকে নিয়ে দেবকে জটিলতার সম্মুখীন হতেই হয়েছে। এর আগে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই এর করা কাট-মানি তোলার অভিযোগেও মূল হাতিয়ার ছিল রামপদরই আরেকটি অডিও ক্লিপ। আবার ২০২১-এর নির্বাচনে ঘাটালে শঙ্কর দলুই এর পরাজয়ের পিছনেও কল কাঠি নেড়েছিলেন এই রামপদই, এমন অভিযোগ বারবার করছেন শংকর। আবার রামপদর স্ত্রী রূপা মান্না ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সেসময়। তখন তার স্ত্রীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে অনাস্থাও আনা হয়েছিল।

দলীয় কাউন্সিলর-পুলিশদের মমতা বার্তা, ‘লোভ সংবরণ করুন’

তবে রামপদর সাফ বক্তব্য, তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। বারংবার তাকে অপমানিত অপদস্থ এবং অন্যায় অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এমনকী এতকিছুর পরেও দেব তার নিজের প্রতিনিধির পাশেই সবসময় ছিলেন। একসময় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তে অনড় ছিলেন দেব। শোনা যায় সেই সময় দেবকে খুশি করার জন্যই শঙ্কর দলুইকে সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি এই ভাইরাল অডিও ক্লিপের পরেও, দেবের সোজাসাপ্টা বক্তব্য যতক্ষণ না টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ তিনি রামপদর পাশেই থাকবেন।

টলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের মুখে দেবের উদার মানসিকতার কথা বারংবার শোনা গিয়েছে। এমনকী নিজের প্রোডাকশন হাউজের ক্ষেত্রেও বিভিন্ন সময়ে বিভিন্ন জনের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন দেব, এমনটাই শোনা যায়। কিন্তু এভাবে নিজের প্রতিনিধির পাশে দাঁড়াতে গিয়ে কোথাও কি নিজেও বদনামের ভাগী হচ্ছেন দেব। অন্তত হাইকোর্টে দায়ের হওয়া নতুন মামলাতে নিয়ে কিন্তু সেই প্রশ্নই আবার নতুন করে উঠছে।