
কলকাতা: নতুন বছরের শুরুতেই বড়সড় ধাক্কা৷ এসআইআর-এর শুনানিতে ডাকা হল টলিউড সুপারস্টার তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)-কে। দাবি করা হচ্ছে, খসড়া ভোটার তালিকায় নাম নেই খোদ তৃণমূল সাংসদের৷ নিজের ভোটাধিকার ফিরে পেতে বা বজায় রাখতে তাঁকেও এবার কমিশনের শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে। শুধু দেবই নন, এই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামি এবং বিশিষ্ট অভিনেত্রী লাবনী সরকারের মতো একাধিক নামী ব্যক্তিত্ব।
বিস্ফোরক দাবি কাউন্সিলরের, কী বলছেন দেব?
কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস এই বিষয়ে সরব হয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, “খসড়া তালিকায় অনেকেরই নাম নেই। দীপক অধিকারী অর্থাৎ সাংসদ দেবকেও শুনানিতে ডাকা হয়েছে। এছাড়া নামী অভিনেত্রী লাবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং বিখ্যাত ক্রিকেটার মহম্মদ সামিকেও নোটিস পাঠানো হয়েছে।” কাউন্সিলরের দাবি অনুযায়ী, সামি বর্তমানে খেলায় ব্যস্ত থাকায় প্রথম দিনের শুনানিতে আসতে পারেননি, তাই তাঁকে দ্বিতীয় বার দিন দেওয়া হয়েছে।
তবে এই চাঞ্চল্যকর দাবির মাঝেই ভিন্ন সুর শোনা গিয়েছে দেবের গলায়। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই ধরনের কোনো ডাক বা নোটিস তিনি এখনও পাননি। পুরো বিষয়টি তাঁর কাছে অজানা।
হয়রানির অভিযোগ: কবি থেকে বিডিও, বাদ যাচ্ছেন না কেউ dev called for sir hearing
SIR প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্টজনদেরও ‘হেনস্থা’ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কাউন্সিলর মৌসুমী দাস। তিনি বলেন, “শুনানিতে অদ্ভুত সব প্রশ্ন করা হচ্ছে। এটা হয়রানি ছাড়া আর কিছুই নয়।”
প্রসঙ্গত, এর আগে প্রথিতযশা কবি জয় গোস্বামী এবং তাঁর কন্যাকেও একইভাবে শুনানিতে ডাকা হয়েছিল। কবি অসুস্থ থাকা সত্ত্বেও কেন তাঁকে এমন তলব করা হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিল তাঁর পরিবার। এমনকি রাজপথে লাইনে দাঁড়িয়ে জলপাইগুড়ির এক বিডিও-কেও এই প্রক্রিয়ায় হাজিরা দিতে দেখা গিয়েছে। প্রাক্তন সেনা জওয়ানদের পরিবার থেকে শুরু করে সাধারণ বয়স্ক মানুষ, সকলকেই এই শুনানির গেরোয় পড়তে হচ্ছে বলে অভিযোগ বাড়ছে।
West Bengal: massive controversy has surfaced regarding the Special Intensive Revision (SIR) process as Tollywood superstar and TMC MP Deepak Adhikari, popularly known as Dev, has reportedly been summoned for a hearing.










