Tuesday, November 28, 2023
HomeWest BengalNorth BengalDarjeeling: কলকাতার পর দার্জিলিংয়ে ডেঙ্গু আতঙ্ক

Darjeeling: কলকাতার পর দার্জিলিংয়ে ডেঙ্গু আতঙ্ক

রাজ্যে ভয়াবহ আকার ধারন করছে ডেঙ্গু। কলকাতার পর দার্জিলিংয়ে ডেঙ্গু আতঙ্ক। এবার শিলিগুড়ি সহ দার্জিলিং পাহাড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় পরিস্থিতি মোকাবিলা করতে শিলিগুড়িতে স্বাস্থকর্তাদের নিয়ে জরুরী বৈঠক করলেন দার্জিলিংয়ের জেলাশাসক। জানা যাচ্ছে, দার্জিলিং পাহাড় সহ আশেপাশের এলাকায় মোট ১৯ জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে। শিলিগুড়ি মহকুমায় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩৪। দার্জিলিং জেলায় মোট আক্রান্ত ৫৩ জন। দার্জিলিং পুরসভা এলাকাই অন্তত ৮ জন ডেঙ্গু আক্রান্ত।

   

ডেঙ্গুতে জেরবার হয়ে পড়েছে উত্তরবঙ্গ। জেলায় জেলায় ছড়াচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি আসতে আসতে জটিল হচ্ছে। সংবাদমাধ্যমকে দার্জিলিংয়ের জেলাশাসক জানান, “সমস্ত অফিস থেকে আমরা সার্টিফিকেট নি মাসে মাসে। আমাদের অফিস পরিস্কার-পরিচ্ছন্ন আছে, ওখানে কোনও ডেঙ্গু ব্রিডিং নেই। আমরা এখানে সমস্ত স্কুলগুলো থেকে নেব সার্টিফিকেট। এরপর আমরা ফাইনের দিকে এগোব।“

প্রশাসন চেষ্টা করছে আগামী ২ মাসের মধ্যে যদি এই ডেঙ্গুকে বাগে আনা যায়। এর ফলে পর্যটন ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। প্রচার করার কাজ শুরু করেছে প্রশাসন। বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় যেন জল না জমে, হোটেলের এসি-র আউটলেটগুলো যাতে প্রস্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং হোটেলের ছাদে যেন জমা জল না থাকে, ডেঙ্গু প্রতিরোধ করতে প্রচার চালানো হচ্ছে এই বিষয়গুলি নিয়ে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে, এটাই দার্জিলিং প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ।

রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু (Dengue menace)। জানা যাচ্ছে,রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তর সংখ্যা ৩ হাজার ৩৬৯। গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫ জন। ১৯ জুলাই থেকে ২৬ জুলাই কলকাতা পুরসভা এলাকাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। জেলাতেও প্রায় একই অবস্থা।

রাজ্যে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের (Dengue Menace) সংখ্যা। মৃত্যু সংখ্যাও ক্রমশ উর্ধগামী। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে বেশ কিছু জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। ১২ দিনে ৭ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে। শুক্রবার মৃত্যু হয় আরও এক ডেঙ্গু আক্রান্তের।

কলকাতায় মারাত্মকভাবে থাবা বসিয়েছে ডেঙ্গু। দিনের পর দিন বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে দোসর হয়েছে ম্যালেরিয়া। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গে ফের দাপাদাপি শুরু করেছে ম্যালেরিয়া। জানা গিয়েছে বেলেঘাটা আইডি-তে (Beleghata ID) ম্যালারিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ম্যালেরিয়া আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ এবং ১ জন মহিলা। অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি-তে ভর্তি রিয়েছেন ১০ জন। এম আর বাঙুর হাসপাতালে (M.R. Bangur Hospital) ম্যালারিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এম আর বাঙুরে ভর্তি রয়েছেন ১৫ জন। এরমধ্যে ১ জন ম্যালারিয়া এবং ডেঙ্গু দুটোটেই আক্রান্ত।

চলতি মাসে এই নিয়ে রাজ্যে ৭ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১ জন কলকাতার বাসিন্দা, অন্য ৬ জন জেলার বিভিন্ন প্রান্তের। একের পর এক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে।

Latest News