ডেঙ্গুর প্রকোপে বাঁকুড়ায় লাফিয়ে বাড়ছে আক্রান্ত সংখ্যা

ঘরের মধ্যেই মশার আতুর ঘর। চারিদিকে জমা জলে মশার লার্ভা। বাঁকুড়া শহরে পুরসভার অভিযানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। একের পর এক আক্রান্ত ডেঙ্গুতে। ডেঙ্গু…

ঘরের মধ্যেই মশার আতুর ঘর। চারিদিকে জমা জলে মশার লার্ভা। বাঁকুড়া শহরে পুরসভার অভিযানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। একের পর এক আক্রান্ত ডেঙ্গুতে। ডেঙ্গু কমাতে উদ্যোগ পুরসভার বাঁকুড়া পুরসভার সূত্রে খবর গত তিন মাসে আক্রান্তের সংখ্যা ৩৩। বৃহস্পতিবারই আক্রান্ত হয়েছেন ৬ জন। আতঙ্কিত গোটা এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা অমরচন্দ্র নন্দী জানিয়েছেন, আমরা স্থানীয় বাসিন্দারা খুব ভয়ে রয়েছি। এই যে চারিদিকে ঝোপ, জঙ্গল রয়েছে সেগুলো যদি পরিষ্কার করা যায় তাহলে খুব ভালো হয়। কারণ একের পর এক মানুষ আক্রান্ত হয়েই চলেছে। পুরো এলাকায় যদি ছড়িয়ে পড়ে তাহলে খুব সংকট।

   

গত বছর বাঁকুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এই ডেঙ্গু কার্যত মহামারীর আকার নিয়েছিল। আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল প্রায় ৩০০। এবার ফের বর্ষার শুরুতে এই ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ১৯ নম্বর ওয়ার্ডে। বর্তমানে সেখানে নিয়ন্ত্রণ থাকলেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাঁকুড়ার ৭ নম্বর রীতিমতো শিবির করে জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা নেওয়ার কাজ চলেছে। জ্বরে আক্রান্ত ১২ জনের নমুনা পরীক্ষা করার পর ৬ জনের শরীরের ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে।

এরপরেই তৎপর হয়ে ওঠে পুরসভা এবং স্বাস্থ্য দফতর। যৌথভাবে গোটা এলাকায় অভিযান চালানো হয়। পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালায়। কয়েকটি বাড়িতে পাওয়া যায় মশার লার্ভা। জল নিকাশি ব্যবস্থা সঠিক করার পাশাপাশি পৌরসভার তরফে ঝোপ জঙ্গল পরিষ্কার করার কাজও শুরু হয়েছে।