NADIA: ডেঙ্গুর আঁতুরঘর সরকারি হাসপাতাল ! জমা জলে ঘুরছে লার্ভা

কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এমন একটা উদ্বেগজনক পরিস্থিতিতে নদিয়ায়…

dengu

কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এমন একটা উদ্বেগজনক পরিস্থিতিতে নদিয়ায় ভয়ঙ্কর একটা ছবি সামনে এল। প্রশাসন কতটা উদাসীন তা আবার প্রকাশ্যে এল। নদিয়ার পলাশীপাড়া স্মৃতিময়ী গ্রামীণ হাসপাতাল কার্যত ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল। জলে ভাসছে মশার লার্ভা। যা নিয়ে চরম ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা।

Advertisements

নদিয়ায় হুহু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে গোটা রাজ্যে চতুর্থ স্থানে আছে নদিয়া। তারমধ্যে পলাশীপাড়া স্মৃতিময়ী গ্রামীণ হাসপাতালের ঘটনায় রীতিমতন ক্ষুব্ধ স্থানীয় মানুষ থেকে রোগীর আত্মীয়রা। তাঁরা রীতিমতন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলাশাসক।হাসপাতাল চত্বর দ্রুত পরিষ্কারের আশ্বাস দিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক।

   

উল্লেখ্য, রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ২৭। উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৬৮১ জন। মুর্শিদাবাদে ৪৬২০ জন আক্রান্ত। নদিয়ায় ৪৩৫১, হুগলিতে ৩১৯১, দক্ষিণ ২৪ পরগনায় ১৯৩২ জন আক্রান্ত হয়েছেন।

পুজোর আগেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের স্বাস্থ্য সচিব সহ অন্যান্য আধিকারিক এবং জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে ডেঙ্গু মোকাবিলার বেশ কিছু নতুন রূপরেখা তৈরি করা হয়েছে।পাশাপাশি রাজ্যজুড়ে ডেঙ্গু মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করেছে প্রশাসন ।