‘অপেক্ষায় ভয়ঙ্কর প্রত্যাখ্যান’, বড় ভবিষ্যতবাণী দেবাংশুর

মোদী মন্ত্রিসভার শপথ শেষ হতেই বিস্ফোরক তৃণমূলের সোশাল মিডিয়ায় সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এক্স হ্যান্ডেলে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের যুবনেতা (Debangshu Bhattacharya)। ঠিক…

মোদী মন্ত্রিসভার শপথ শেষ হতেই বিস্ফোরক তৃণমূলের সোশাল মিডিয়ায় সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। এক্স হ্যান্ডেলে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের যুবনেতা (Debangshu Bhattacharya)। ঠিক কী লিখেছেন তিনি? কাদেরকেই বা বার্তা দিতে চেয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী। আসুন দেখে নিই…

বাংলা থেকে মাত্র দুই জন সাংসদকে মন্ত্রী করেছে বিজেপি। তাও পূর্ণমন্ত্রী নয়, প্রতিমন্ত্রী। আর তাতেই ক্ষোভ উগরে দিয়েছেন দেবাংশু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এটাই প্রমাণ করে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতা! ঠিক এই কারণেই এই বাংলা বিরোধী দলকে বাঙালি বিসর্জন দিয়েছে। আগামীতে বাংলা থেকে বিজেপির জন্য অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর প্রত্যাখ্যান। 

   

২০১৪, ২০১৯ এর পুনরাবৃত্তি ঘটেছে ২০২৪ এও। এবারও বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করেনি বিজেপি (BJP)। রবিবার রাজ্যের দুই সাংসদ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

ঝেঁপে বৃষ্টি আসছে বাংলার এই ৮ জেলায়

শপথ শেষ হতেই এক্স হ্যান্ডেলে দেবাংশু লেখেন, ‘বাংলা থেকে ২০১৪-তে ২, ২০১৯-এ ১৮ ও ২০২৪ অর্থাৎ এবারে ১২ জন সাংসদ পেয়েছে বিজেপি। কিন্তু একবারও বাংলা পূর্ণ মন্ত্রী পায়নি। প্রতিবার বাংলাকে দুটি করে গরুর গাড়ির হেডলাইট দিয়েছে বিজেপি। এই অসম্মান কেন?’ বিজেপিকে ‘বাঙালি বিদ্বেষী’ বলে আক্রমণও করেন তিনি।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাংলার দুই সাংসদ সুকান্ত-শান্তনু

প্রসঙ্গত এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের শপথবাক্য পাঠ করান। এর আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন শান্তনু ঠাকুর। সুকান্ত এই প্রথম মন্ত্রী হলেন।

২০১৪ সালে মোদী প্রথম বারের জন্য প্রধানমন্ত্রী হন। সেবার বাংলা থেকে দুজনকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং দার্জিলিংয়ের সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া মোদীর প্রথম মন্ত্রিসভায় স্থান পান। ২০১৯ সালে মন্ত্রী হিসেবে শপথ নেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

পেট্রোলের দাম নামল ৮২.৪২ টাকায়, কলকাতায় কত রেট জানেন?

২০২১ সালের জুলাই মাসে অবশ্য মন্ত্রিসভায় রদবদলের সময় বাবুল ও দেবশ্রীকে সরিয়ে দেওয়া হয়। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা এবং বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন। তবে প্রত্যেকেই প্রতিমন্ত্রী হন। এখনও পর্যন্ত মোদীর কোনও মন্ত্রিসভায় বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি।