RG Kar Case: ‘মূর্খের স্বর্গে বাস…অন্ধ রাজনৈতিক বিরোধিতা’, কাদের উদ্দেশ্যে বললেন দেবাংশু?

আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। দফায় দফায় মানুষ রাস্তায় নামছে। চারিদিকে জ্বলছে প্রতিবাদের আগুন। সোমবার ৯ সেপ্টেম্বর ধর্মতলা,…

আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। দফায় দফায় মানুষ রাস্তায় নামছে। চারিদিকে জ্বলছে প্রতিবাদের আগুন। সোমবার ৯ সেপ্টেম্বর ধর্মতলা, কফি হাউস, যাদবপুর চত্বরে প্রতিবাদ মিছিলে নেমেছিল আমজনতা। আলো নিভিয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়েছিল তারা। অন্যদিকে, একইদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নের প্রশাসনিক বৈঠকে বসে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন সকলকে।

মুখ্যমন্ত্রী বলেছেন, “আন্দোলনের কারণে যেসব মানুষরা রাস্তায় থাকেন তাদের অসুবিধা হচ্ছে। এই ঘটনার ১ মাস ১ দিন হয়ে গেছে। বিচার চলছে।” তাঁর এই বক্তব্যকে খুব একটা ভালো চোখে দেখেনি আমজনতা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছে ট্রোল। অনেকেই লিখেছেন যে উৎসব নয়, ‘উৎ-শবে’ ফিরবে তাঁরা। কেউ কেউ আবার জানিয়েছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে উৎসবে কেউ ফিরবে না। এই আবহে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ ও তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya Dev) লিখেছেন, “বিচার আর উৎসব, এই দুটো শব্দ কোনদিনই ব্যস্তানুপাতিক নয়। ফলে একটা হলে আরেকটা হবে না, এই চিন্তাধারা যারা পোষণ করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন।

   

বেনজির সিদ্ধান্ত কেন্দ্রের! জীবনদায়ী ওষুধের দাম কমাতে GST-তে বড় ছাড়

দেবাংশু সোশ্যাল মিডিয়াতে লেখেন, “মনে রাখবেন, যে রাজ্যে উৎসব হবে বিচার দেওয়ার দায়িত্ব সেই মাটির লোকেদের হাতে আর নেই। দিল্লির সিবিআই আর দিল্লির সুপ্রিম কোর্টের হাতে আছে.. উৎসবটা হবে বাংলায়। বাঙালির উৎসব। দুর্গোৎসব।”

তিনি যোগ করেন, “একেকজন আমরা জীবনে সাকুল্যে হয়ত মাত্র ৫০ থেকে ৬০ খানা দুর্গাপুজো পাবো। তার মধ্যে আমরা অনেকেই ২৫-৩০টা কাটিয়ে ফেলেছি.. এই এক জীবনে বাকি রয়েছে আর হাতেগোনা কয়েকটা! কারোর অন্ধ রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে সেটুকুও কি কেঁড়ে না নিলেই নয়?”