Debangshu attacks Left: বিজেপির কায়দায় বামেদের আক্রমণ দেবাংশুর

Debangshu Bhattacharya Exposes Shocking Defection of TMC Leaders and Workers, Discloses Insider Information

পুরভোটে ঘুরে দাঁড়িয়েছে বামেরা। এমনই দাবি লাল শিবিরের। সেই বামেদের বিজেপির কায়দায় আক্রমণ করলেন তৃণমূলের জনপ্রিয় নেতা তথা মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। ‘ফাঁকা ফ্ল্যাটে লেনিন’ বা ‘যাদবপুর’ নিয়ে নিয়মিত বামেদের কটাক্ষ করে বিজেপি। সেই একই কায়দায় বামেদের আক্রমণ করলেন তৃণমূলের দেবাংশু (debangshu )।

Advertisements

ঘটনার সূত্রপাত, হাওড়া জেলার উলুবেড়িয়ায় বাম ছাত্র-যুব অফিস থেকে বিপুল পরিমাণ বালতি উদ্ধারের ঘটনা ঘিরে। সরকারি প্রকল্পে দেওয়া বালতি মানুষের কাছে না দিয়ে দলীয় কার্যালয়ে রেখে দিয়েছিলেন বাম কাউন্সিলর। বামেদের শাখা সংগঠনের কার্যালয় থেকে প্রায় দেড় হাজার বালতি উদ্ধার হয়েছে। সেই খবর প্রকাশিত হয়েছে মঙ্গলবার। যা নিয়েই বামেদের আক্রমণ করেছেন দেবাংশু।

   
Advertisements

পুরভোটে তৃণমূল বিপুল সাফল্য পেলেও নদিয়া যেলার তাহেরপুর পুরসভার দখল নিয়েছে বামেরা। দেবাংশুর কটাক্ষে যাদবপুরের পাশাপাশি তাহেরপুরও যুক্ত ছিল। এদিন সোশ্যাল মিডিয়ায় দেবাংশু লিখেছেন-
একটি আধুনিক গল্পের মাঝের অংশ
“……অনেক দিন অপেক্ষা পর শেষমেষ দুটো লাল বালতি নিয়ে যাদবপুরের মনীষাকে প্রোপজ করল তাহেরপুরের লেলো সঞ্জীবন..
গোলাপ দিলে মনীষা তাও না বলতে পারত, কিন্তু পুরসভার ঝাড়া চকচকে বালতি দেখে প্রেমে পড়ে গেল সেও.. এমন অভিনব প্রেম নিবেদন সে আশা করেনি…
প্রোপজের সময় সঞ্জীবন বলেছিল, “এই বালতির হ্যান্ডেল, হানিমুনে যাব ব্যান্ডেল, বালতির মাথা গোল, বল হরি হরি বল..। এক বালতিতে মার্ক্স আছেন, আরেকটিতে চে, আমি তোমায় ক্যাশ দেব, তুমি করবে গুগল পে..”ব্যাস, আর পেছন ফিরে তাকাতে হয়নি। যাদবপুর আর তাহেরপুরকে মিলিয়ে দিয়েছিল একজোড়া বালতি..”

আরও পড়ুন