Sunday, December 7, 2025
HomeWest BengalPanchayat Re-Polling: কেন্দ্রীয় বাহিনী বনাম বাইক বাহিনী, পুনর্নির্বাচনেও মৃত্যু

Panchayat Re-Polling: কেন্দ্রীয় বাহিনী বনাম বাইক বাহিনী, পুনর্নির্বাচনেও মৃত্যু

- Advertisement -

বদলাল না বাংলার ভোটের ছবি। ভোট সন্ত্রাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭। শনিবারের পর সোমবার ফের বাংলায় মৃত্যু মিছিল। সোমবার মোট ৬৯৬ টি বুথে পঞ্চায়েতের পুর্নর্নিবাচন চলছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তেই আসতে শুরু করেছে মৃত্যুর খবর। সন্ত্রাস বলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ এ। (সকাল ১১ টা পর্যন্ত)।

পঞ্চায়েত ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন বাম সমর্থক। জখম ওই বাম সমর্থক শুকুর আলি শেখকে কৃষ্ণনগর-শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আজ পুনর্নির্বাচনের দিন সকালে তার মৃত্যু হয় (Nadia)।

   

আজ পঞ্চায়েত ভোটের পুনঃনির্বাচন তার আগেই ধুবুলিয়ায় (Dhubulia) উদ্ধার হলো বিজেপি প্রার্থীর ভাই অষ্টম মণ্ডলের মৃতদেহ। এই গোটা ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। এলাকা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

শনিবার পঞ্চায়েত ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রানিনগর (Raninagar)। গোটা মুর্শিদাবাদে মৃত্যু হয়েছিল ৫ জনের। আজ ফের পঞ্চায়েত ভোটের পুননির্বাচনের দিন খুন হল তৃণমূল কর্মী সিজারুল শেখ। তৃণমূলের অভিযোগের তির কংগ্রেসের বিরুদ্ধে।

আতঙ্ক নিয়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) পুনর্নির্বাচন লাইনে ভোটাররা, বাহিনীর সামনেই হামলার আশঙ্কা। গ্রাম বাংলার পঞ্চায়েত ভোটে সর্বাধিক রক্তাক্ত মুর্শিদাবাদ। জেলার শতাধিক আসনে ভোট। আরও অন্যান্য জেলার মধ্যে মালদায় চলছে শতাধিক আসনে ভোট। সব মিলে রাজ্যে ৬৯৭টি আসনে ভোট হচ্ছে ফের। এ যেন মিনি পঞ্চায়েত ভোট!

সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে খুনের আশঙ্কা প্রবল। তবে কেন্দ্রীয় বাহিনীও আছে। তাদের হাতে মেশিনগান। আর ভোটাররা বলছেন বুথের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে হামলাকারীরা। তাদের হাতে আছে বোমা,পাইপগান। আজ পুনরায় ভোটে বাহিনীর সাথে বাইক বাহিনীরও লড়াই।

শনিবার হয়েছে গ্রাম-বাংলার ভোট উৎ-শব! ভোটকে কেন্দ্র করে দিকে দিকে চলে সন্ত্রাস। ভোট গ্রহণের আগে থেকে ভোট শেষ হওয়ার পরে শুধু পড়েছে একটার পর একটা লাশ। মুর্শিদাবাদ, কোচবিহার ছিল ভোটসন্ত্রাসের হটস্পট। মুর্শিদাবাদে সর্বাধিক মৃত্যু হয়। রবিবারও একাধিক জেলায় ভোট পরবর্তী সংঘর্ষ চলেছে। রাজনৈতিক মৃত্যুর খবর এসেছে। উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার যতগুলি জেলায় পুনর্নির্বাচন হবে তার মধ্যে সর্বাধিক আসন এই জেলাতেই।

রবিবার রাতে জরুরি ভিত্তিতে দিল্লি গেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার একাধিক বৈঠক করতে পারেন রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন। পঞ্চায়েত রিপোর্ট পেশ করতে প্রস্তুত রাজ্যপাল। তবে কি কেন্দ্র বড় কোনও নিতে চলেছে?

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular