পুলিশ হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল হুগলির যুবকের

জীবনে পছন্দ ছিল পুলিশের চাকরি। তাই চেষ্টায় ত্রুটি ছিলনা তার। তাই সেই চাকরির জন্য প্রত্যেক দিন শরীরচর্চা করতেন তিনি। হুগলির তালডাঙা দত্ত কলোনির বাসিন্দা আকাশ…

hooghly

জীবনে পছন্দ ছিল পুলিশের চাকরি। তাই চেষ্টায় ত্রুটি ছিলনা তার। তাই সেই চাকরির জন্য প্রত্যেক দিন শরীরচর্চা করতেন তিনি। হুগলির তালডাঙা দত্ত কলোনির বাসিন্দা আকাশ সিংহ। স্নাতক হওয়ার পর থেকেই নিজের চাকরিরচর্চা আরও বাড়িয়ে দিয়ে ছিলেন। সেই মত প্রত্যেক দিন বাড়ির পাশের চুঁচুড়া ময়দান অথবা স্টেশন সংলগ্ন ধান গবেষণা কেন্দ্রে গিয়ে শরীরচর্চা করতেন।

সেই রখমই রবিবার সকালে ধান গবেষণা কেন্দ্রের ভিতরে শরীরচর্চা করতে গিয়েছিলেন। শরীরচর্চা সেরে পাশের জমিতে থাকা ডিপ টিউবওয়েলে স্নান করতে যান আকাশ। সেখানেই বিপদ। কারণ সেখানে কোনো ভাবে বিদ্যুতের সমস্যা হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট (Death in Hooghly) হন তিনি।

   

কত কম টাকায় চড়তে পারবেন ‘বন্দে ভারত’? রইল তালিকা

তবে সেখানে তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধুবান্ধব ও স্থানীয়রা। তাঁরা এই ঘটনা দেখার পরই আকাশকে উদ্ধার করে নিয়ে যায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত (Death in Hooghly) বলে ঘোষণা করেন। তবে পুলিশ তদন্তের পর অনুমান করেন, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে।

সাধারণ পরিবারের সন্তান আকাশ। তাঁর বাবা লক্ষ্মীনারায়ণ সিংহ দিনমজুর ছিলেন। খুব কষ্টেই সংসার চলত তাদের। কারণ তাঁদের পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তাঁর বাবাই। পরিবারের বাকি সদস্য বলতে মা, ভাই ও বোন। আকাশ স্বপ্ন দেখেছিল সে নিজে চাকরি করে এই সংসারকে দেখবে। কারণ পরিবারের বড় ছেলে ছিল আকাশ। তাই কোন রখম সময় নস্ট না করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আচমকা তাঁর মৃত্যুতে (Death in Hooghly) শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।