জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত‌্যু এক মহিলার

deadly-nh-16-accident-in-uluberia-one-woman-killed-two-injured
deadly-nh-16-accident-in-uluberia-one-woman-killed-two-injured

উলুবেড়িয়ার (Howrah) পানপুর মোড়ে রবিবার সকাল ছ’টার সময় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা-চেন্নাই জাতীয় সড়কের ব্যস্ত অংশে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মহিলা স্বামী ও মেয়ে সহ বাইকে চড়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ করেই একটি ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত মহিলার নাম সীমা দত্ত। তাঁর বয়স ৩৮ বছর। তিনি স্বামী মাধব দত্ত এবং মেয়ে সহ লিলুয়ায় বসবাস করতেন। যদিও তাঁদের মূল বাড়ি ঝাড়গ্রামের সাঁকরাইলে। পুলিশ জানিয়েছে, পরিবারটি সকালে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুর্ঘটনার সময় বাইকে তিনজনই চড়ে ছিলেন।

   

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় সড়কটি তুলনামূলকভাবে ব্যস্ত ছিল। এক মুহূর্তে ডাম্পারটি বাইকের সঙ্গে ধাক্কা মারে, যার ফলে মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয়রা এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন