Purba Medinipur: কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃতদেহ দেখেই হামলা পুলিশ জিপে

সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের কাঁথি শহর। শুক্রবার কাঁথির কাছে ডাম্পার ও অটোর সংঘর্ষের জেরে মর্মান্তিক মৃত্যু হয়েছে চার জনের। এছাড়া আহত…

Purba Medinipur: কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃতদেহ দেখেই হামলা পুলিশ জিপে

সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের কাঁথি শহর। শুক্রবার কাঁথির কাছে ডাম্পার ও অটোর সংঘর্ষের জেরে মর্মান্তিক মৃত্যু হয়েছে চার জনের। এছাড়া আহত হয়েছেন ৭ জন। ঘটনাটি ঘটেছে দইসাইয়ের কাছে জাতীয় সড়কে।

এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ১১৬ বি জাতীয় সড়কে। ইতিমধ্যে পলাতক হয়েছে ঘাতক ডাম্পারের চালক। সেইসঙ্গে ঘটনাস্থলে বিক্ষোভ অবরোধ দেখাচ্ছেন উত্তেজিত জনতা। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, শুধু তাই নয় ভাঙচুর অবধি চালানো হয়েছে।

Purba Medinipur: কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃতদেহ দেখেই হামলা পুলিশ জিপে

Advertisements

পুলিশ সূত্রে খবর, মারিশদার কামারদা এলাকা থেকে একটি অটোতে করে আসছিলেন যাত্রীরা। সেই সময় অটোর সঙ্গে নন্দকুমার গামী ডাম্পার ও দিঘা গামী একটি বাসের সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন দুই মহিলার মৃত্যু হয়। মৃত এক মহিলার নাম পদ্মাবতী মহড়া (৪৭) বলে জানা গিয়েছে । তার বাড়ি মারিশদা থানার পশ্চিম কামারদা গ্রামে বলে । এছাড়া বাকি মৃতদের নাম পরিচয় এখনও কিছু জানা যায়নি।