Ukraine War: নিভল আগুন, কোনও ক্ষয়ক্ষতির খবর নেই, জানাল ইউক্রেনের জরুরি পরিষেবা

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো নিয়ে সমালোচনার মুখে রাশিয়া। আক্রমণের পরপরই দাউদাউ করে জ্বলছিল পরমাণবিক কেন্দ্র। কয়েক ঘণ্টার চেষ্টার পর শেষমেশ আগুন নেভানো সম্ভব হয়েছে।…

ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো নিয়ে সমালোচনার মুখে রাশিয়া। আক্রমণের পরপরই দাউদাউ করে জ্বলছিল পরমাণবিক কেন্দ্র। কয়েক ঘণ্টার চেষ্টার পর শেষমেশ আগুন নেভানো সম্ভব হয়েছে। দেশের জরুরি পরিষেবার তরফে এই খবর জানানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকালে ইউক্রেনের জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার ফলে দেখা দিয়েছে পারমাণবিক বিপর্যয়। তবে এখন পরিস্থিতি এখন অনেক আয়ত্তে। ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে আগুন নিভে গেছে। এখনও পর্যন্ত কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশের জরুরি পরিষেবা। ইউক্রেনের জরুরি পরিষেবা বলেছে যে তারা ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন নিভিয়ে ফেলেছে। কিয়েভ অগ্নিকাণ্ডের জন্য রাশিয়ার সামরিক গোলাবর্ষণকে দায়ী করেছে তারা।

পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার আক্রমণে সচকিত গোটা আন্তর্জাতিক মহল। ইতিমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ঘটনার পর রাশিয়াকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। তিনি মস্কোর “পারমাণবিক সন্ত্রাস” অবলম্বন করার অভিযোগ তুলেছেন। পাশাপাশি চেরনোবিল বিপর্যয়ের “পুনরাবৃত্তি” করতে চাওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন রাশিয়াকে। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ কখনো পারমাণবিক শক্তি ইউনিটে গুলি চালায়নি। আমাদের ইতিহাসে এটি প্রথম। মানবজাতির ইতিহাসেও এই প্রথম। সন্ত্রাসবাসী রাষ্ট্র এখন পারমাণবিক সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।” ইউক্রেনের তরফে জানানো হয়েছে, এই পারমাণবিক কেন্দ্রে আক্রমণের ফলে গোটা ইউরোপ আজ সমস্যার মুখে।