উদ্ধার দুর্গন্ধময় পচাগলা এক মৃত দেহ। বর্ধমান বিশ্ববিদ্যালয়(Burdwan University)ক্যাম্পাসে এই মৃত দেহ ঘিরে তুমুল উত্তেজনা। সকাল বেলায় কর্মীরা কাজ করছিলেন ক্যাম্পাসের বাইরে। ঠিক সেই সময় তারা তীব্র গন্ধ পায়। এবং দেখেন যে কিছু এটা ভাসছে। কাছে যেতেই নজরে আসে মানুষের দেহ। খবর ছড়িয়ে পড়তেই তারা খবর দেয় থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছেন দেহটি একটি মহিলার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের লহর থেকে এক যুবতীর পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের লহরে হঠাৎই ওই দেহটি ভাসতে দেখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। তবে কীভাবে বিশ্ববিদ্যালয়ের লহরে এই দেহ এল, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
মৃত ওই যুবতী আদৌ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা, সেটাও পুলিশের কাছে তদন্তের বিষয়। তবে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। গত কয়েক মাসে বিশ্ববিদ্যালয় কিংবা হস্টেল থেকে কোনও ছাত্রী নিখোঁজ কিংবা না বলে হঠাৎ করেই অনুপস্থিত হয়েছেন কিনা তা জানতে চাইছে পুলিশ। তবে এটা খুন? নাকি সুইসাইড? এই গোটা ঘটনার তদন্ত করে রহস্য উন্মোচনে বর্ধমান পুলিশ।